প্রাথমিক শিক্ষার অপ্রত্যাশিত ব্যয়ভার বাড়ছে- দায়ী কে বা দায়ভার কার?

হোসনে আরা লিখেছেন প্রাথমিক শিক্ষার অপ্রত্যাশিত ব্যয়ভার নিয়ে

আমাদের দেশে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয় প্রাথমিক স্তরে। যেহেতু দেশের প্রাথমিক শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক, তাই বর্তমানে সব স্তরের অভিভাবক তাঁদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাচ্ছে। কেউবা ভাবেন সন্তানটি পঞ্চম শ্রেণী শেষ করতে পারলে সে সমাজের কোনো একটি আয়মূলক কাজে সহজে নিয়োজিত হতে পারবে, আবার কেউ শিক্ষার পরবর্তী স্তরে যাওয়ার পদক্ষেপ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে সন্তানকে পাঠাচ্ছেন। কিন্তু বাস্তবে গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে অধিকাংশ ক্ষেত্রে একজন শিশুর প্রাথমিক শিক্ষাচক্র অর্থাৎ ৫ম শ্রেণী পর্যন্ত শেষ করতে ৫-৮ বছর পর্যন্ত লেগে যাচ্ছে, যদিও সেখানে তার লাগার কথা কেবল ৫ বছর। এতে করে শিশুর জীবনের অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। পাশাপাশি অভিভাবক ও সরকারকে দিতে হচ্ছে অতিরিক্ত সময় ও ব্যয়।

শিক্ষার ব্যয়ের কথা বলতে গেলে দু’ধরনের- এক. সুযোগ ব্যয়; দুই. প্রত্যক্ষ ব্যয়। কোনো অভিভাবক তার শিশুকে বিদ্যালয়ে না পাঠিয়ে যদি কোনো অর্থনৈতিক কাজে নিয়োগ করত, তাহলে ঐ শিশুটি কিছু না কিছু আয় করত। শিশুর এই আয় থেকে অভিভাবকগণের বঞ্চিত হওয়াকে বলা হয় সুযোগ ব্যয়। অন্যদিকে প্রত্যক্ষ ব্যয় হচ্ছে শিশুর শিক্ষালাভের জন্য প্রয়োজনীয় খরচ যেমন- বিদ্যালয় কক্ষ, আসন ব্যবস্থা, শিক্ষকের বেতন, বই খাতা, পেন্সিল, জামাকাপড়, যাতায়াত, কোনো কোনো ক্ষেত্রে প্রাইভেট টিউশন ফি ইত্যাদির জন্য যে ব্যয় তা শিক্ষার প্রত্যক্ষ ব্যয়। প্রাথমিক স্তরের এই প্রত্যক্ষ ব্যয়ের সিংহভাগই ব্যয় করছে সরকার; যেমন- বিদ্যালয় অবকাঠামো নির্মাণ, শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যপুস্তক প্রকাশ ও বিতরণ, বিভিন্ন শিক্ষা উপকরণ ক্রয় ও বিতরণ। অন্যদিকে অভিভাবকগণ শিশুর শিক্ষার প্রত্যক্ষ ব্যয় হিসেবে খাতা, কলম, জামা কাপড়, কোনো কোনো ক্ষেত্রে প্রাইভেট টিউশন ফি ইত্যাদি বহন করে থাকেন।

এখন ধরা যাক-প্রথম শ্রেণী শেষ করতে একজন শিশুর জন্য সরকার ও অভিভাবকের একটি শিক্ষাবর্ষ প্রয়োজনীয় ব্যয়ভার বহন করতে হয়। কিন্তু ঐ শিশুটি যদি কোনো কারণে এক বছরে প্রথম শ্রেণীর নির্ধারিত যোগ্যতা অর্জন করতে না পারে অর্থাৎ পাস না করে, তবে ঐ শিশুর জন্য সরকার ও অভিভাবক উভয়কে পুনরায় আরো এক বছর (কোনো কোনোক্ষেত্রে আরো বেশি) ব্যয় বহন করতে হয়। পাশাপাশি ঐ শিশুর অভিভাবককে সমপরিমাণ সময়ের জন্য সুযোগ ব্যয় বহন করতে হয়। এভাবে একজন শিশুর প্রাথমিক স্তরের শিক্ষা শেষ করতে যদি ৫ বছরের স্থলে ৭-৮ বছর সময় লেগে যায়, তাহলে শিক্ষার এই অপ্রত্যাশিত ব্যয়বৃদ্ধির দায়ভার কে নেবে?

এখন আসা যাক, প্রাথমিক শিক্ষার এই অপ্রত্যাশিত ব্যয়বৃদ্ধি এর জন্য দায়ী কে বা কারা? শিক্ষক? শিক্ষার্থী নিজে? শিক্ষার্থীর অভিভাবক? অথবা প্রচলিত শিক্ষা ব্যবস্থা? সত্যিকার অর্থে কে বা কী দায়ী?

এবার একটু ভিন্ন প্রসঙ্গ- প্রাথমিক স্তরে বর্তমানে চালুকৃত সমাপনী পরীক্ষা ব্যবস্থা নিঃসন্দেহে একটি ভালো উদ্যেগ। কেননা এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক স্তরের প্রান্তিক যোগ্যতাগুলোর কতটুকু অর্জন করে মাধ্যমিক স্তরে প্রবেশ করছে তা যাচাই করা সম্ভব। কিন্তু এই পরীক্ষার অযুহাতে যদি শিক্ষার অপ্রত্যাশিত ব্যয় বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই তা কারোর নিকট গ্রহণযোগ্য হবে না। বর্তমানে প্রাথমিক স্তরের শিক্ষকগণ সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ করার জন্য যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। তবে এক্ষেত্রে আমাদের খতিয়ে দেখা উচিত কোন কোন উপায় অবলম্বন করে তাঁরা পাসের হার শতভাগে উন্নীত করার চেষ্টা করছেন। একজন শিক্ষা উন্নয়ন কর্মী হিসেবে কাজ করার সুবাদে গত দুই বছরে গ্রামাঞ্চলের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার এবং সে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণের সাথে কথা বলার সুযোগ হয়েছে। শিক্ষকগণের সাথে কথা বলা ও বিদ্যালয় মনিটরিং বোর্ড পর্যবেক্ষণের ভিত্তিতে কিছু তথ্য এখানে তুলে ধরা যাক। কোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৬ সালে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিশুর সংখ্যা ৪২ জন, যাদের মধ্যে ১২ জন শিক্ষার্থী ২০১০ সালের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে (তথ্যসূত্র- সংশ্লিষ্ট বিদ্যালয়ের মনিটরিং বোর্ড)। বাকিদের অধিকাংশই নিচের বিভিন্ন শ্রেণীতে পুনরায় পড়ালেখা করছে এবং কেউ কেউ বিদ্যালয় থেকে ঝরে পড়েছে। এমনই তথ্য আরো বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে দেখা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানগণের সাথে কথা বলে জানা যায়, সমাপনী পরিক্ষায় শতভাগ পাস নিশ্চিত করার লক্ষ্যে তাঁরা খুব সতর্কতার সাথে পঞ্চম শ্রেণীতে প্রমোশন দিয়ে থাকে। বিষয়টি কতোটা গ্রহণযোগ্য? যদি কোনো শিশু কম পারদর্শী হয়ে থাকে তবে এটা তো তার কোনো নতুন সমস্যা না। আর তাই যদি হয় আমরা কেন শুরু থেকে তার পরিচর্যা না করে পঞ্চম শ্রেণীর প্রমোশনের সময় এসে অতি সতর্কতা অবলম্বন করছি?

শিক্ষকগণের সাথে কথা বলে সমাপনী পরীক্ষায় পাসের হার বৃদ্ধির কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা জানতে পারি। প্রথমত- প্রতিটি বিদ্যালয়েরই ৫ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা, দ্বিতীয়ত- ৩য় ও ৪র্থ শ্রেণীতে কোনো একটি বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন না দেওয়া। প্রথম উদ্যেগটি অপেক্ষাকৃত ভালো মনে হলেও দ্বিতীয় উদ্যেগটি নিয়ে ভাববার আছে। কেননা একজন শিক্ষার্থী কোনো বিষয়ে অকৃতকার্য হয় কেন? এ বিষয়ে প্রশ্ন করলে শিক্ষকগণের উত্তর- গ্রামাঞ্চলের অভিভাবকগণ অসচেতন অথবা তাদের মেধা নেই অথবা শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত বেশি হওয়ায় তাদের পক্ষে সকল শিক্ষার্থীর প্রতি সমান নজর দেওয়া সম্ভব হয় না ইত্যাদি। এসব কারণের পাশাপাশি শিক্ষার্থীদের কোন বিষয়ে অকৃতকার্য হওয়ার প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখা প্রয়োজন।

এবার আসি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পুনরাবৃত্তি বিষয়ে, অধিকাংশ বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য শ্রেণীর তুলনায় অনেক বেশি হওয়ায় একজন শিক্ষকের একার পক্ষে সকল শিশুর শিখন নিশ্চিত করা সম্ভব হয় না। এক্ষেত্রে শিক্ষকগণ তুলনামূলক কম পারদর্শী শিশুকে তার মানসিক ক্ষতির কথা বিবেচনা না করেই কখনো কখনো একই শ্রেণীতে একাধিকবার পড়ার বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এর ফলে একদিকে শিশুর একই শ্রেণীতে একাধিকবার থাকার কারণে পড়ালেখার প্রতি আগ্রহ যেমন কমতে থাকে, তেমনি অন্যদিকে শিক্ষাব্যয়ও অপ্রত্যাশিতভাবে বাড়তে থাকে। এর পাশাপাশি পুনরাবৃত্তি শ্রেণীশিক্ষকের জন্য অপ্রত্যাশিত চাপেরও কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে তিনি সকল শিশুর প্রতি সমান নজর দিতে ব্যর্থ হন, যা পরবর্তীতে আরো পুনরাবৃত্তির কারণ হয়ে থাকে।

তবে যে কারণেই হোক না কেন, প্রাথমিক স্তরের পুনরাবৃত্তির হার উল্লেখযোগ্য সংখ্যক হওয়ায় একইসাথে সরকার ও অভিভাবক উভয়ের শিক্ষা ব্যয় দিন দিন বাড়ছে। উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে আমাদের সকলেরই শিক্ষার এই অপ্রত্যাশিত ব্যয়বৃদ্ধি নিয়ে ভাবতে হবে, অবস্থা বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে গ্রহণ করতে হবে কার্যকর পদক্ষেপ। প্রাথমিক শিক্ষার এই অপ্রত্যাশিত ব্যয় কমানোর ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ কাযকরী হতে পারে। যেমন-

১. সকল শিশুকে মানসম্মত প্রাকপ্রাথমিক শিক্ষা প্রদানের পর প্রথম শ্রেণীতে ভর্তি করানো;
২. সকল শিশুর ডাটাবেজ তৈরি, যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ করা;
৩. শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত কমিয়ে আনা। প্রয়োজনে একাধিক শাখা চালু করা ও প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা;
৪. পুনরাবৃত্তির যৌক্তিক কারণ উদঘাটনপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ/ কৌশল অবলম্বন;
৫. শ্রেণীকক্ষের শিখন-শেখানো পদ্ধতি আনন্দায়ক ও শিশুবান্ধব করা। বিশেষ করে শিক্ষকগণের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তবে কাজে লাগানো অনেক বেশি জরুরী;
৬. বিদ্যালয়কে শিশুর জন্য আকর্ষণীয় করা, যাতে করে সে প্রতিনিয়ত বিদ্যালয়ে আসে।

শিক্ষাখাতে ব্যয়ের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে পিছিয়ে, যদিও প্রতি অর্থবছরে শিক্ষাখাতে বাজেটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নকামী দেশ হিসেবে এই বর্ধিত বাজেট যাতে করে যথাযথ ব্যবহার হয় সেদিকে সকলের দৃষ্টিপাত করা আবশ্যক। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সসীমার কথা চিন্তা করে যদি সুযোগ ব্যয়ের কথাটি আপাতদৃষ্টিতে বিবেচনায় নাও আনা হয়, তদুপরি প্রত্যক্ষ ব্যয়ের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহিত পদক্ষেপ কর্মসূচি-৩ নিঃসন্দেহে আশার আলো দেখাবে।

হোসনে আরা: সাবেক শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; ডেপুটি ম্যানেজার-শিক্ষা, সেভ দ্য চিলড্রেন।

জনপ্রিয় নিবন্ধ

প্রাথমিক স্তরে ভাষা শেখা : বিষয় – বাংলা

ভাষার দক্ষতা চারটি— শোনা, বলা, পড়া, লেখা। আর ভাষা...

আগে ইংরেজি গ্রামার শিখবো, নাকি ভাষা শিখবো?

কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার...

শিক্ষাব্যবস্থার হালচাল

অর্থনীতিবিদদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ রাষ্ট্রীয় বিনিয়োগ। অর্থনীতিবিদ এডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং মার্শালের মতে, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। শিক্ষার অর্থনীতি নিয়ে মৌলিক গবেষণায় অর্থনীতিবদ আর্থার শুল্জ ও রবার্ট সলো দেখিয়েছেন যে, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করলে সম্পদের সুফল ফেরত আসে ৩৫ শতাংশ, মাধ্যমিক শিক্ষায় ২০ শতাংশ, এবং উচ্চ শিক্ষায় ১১ শতাংশ।

আমেরিকায় উচ্চশিক্ষা : পিএইচডির পর কী?

আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে প্রচুর লেখালেখি হয়, আমি নিজেও এ-নিয়ে...

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা

ক্যাডেটসমূহ বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।...

আরও কিছু লেখা

অধিক

    বিনামূল্যে বই বিতরণ এবং শিক্ষার গুণগত মান

    আমাদের দেশ সমাজতান্ত্রিক দেশ নয় যে সরকারকে সব বই বিনামূলে বিতরণ করতে হবে। তাছাড়া সরকারের সে ক্ষমতাও ভালোভাবে নেই। শিক্ষাখাতে রয়েছে প্রচুর সমস্যা, বোর্ডের বই কেনা খুব একটা সমস্যা নয় অনেকের জন্যই। এমনটি নয় যে, বোর্ডের বইয়ের অভাবে ছাত্রছাত্রীরা পড়াশুনা করতে পারছে না।

    শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতার কারণ অনুসন্ধান: সিলেট বিভাগের ওপর একটি গবেষণা

    সিলেটের শিক্ষার অনগ্রসরতার কারণ নিয়ে গবেষণা করেছেন: সমীর রঞ্জন...

    দেশের সমৃদ্ধি অর্জনে শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ প্রয়োজন

    গত কয়েক বছরে সামাজিক দিক দিয়ে বেশ কিছু ক্ষেত্রে...

    ব্যয়সাশ্রয়ী স্মার্ট ক্লাশে রাস্পবেরি পাই

    Raspberry Pi-এর ওয়েবসাইট ঘেটে দেখা যায় এর দাম আমাদের হাতের নাগালেই। বাংলাদেশে এটির দাম প্রায় পাঁচ হাজার টাকার মতো। এর সাথে যদি আমরা একটি টেলিভিশনের দাম সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা যোগ করি, তাহলে একটি স্মার্ট ক্লাসরুমের জন্য আমাদের খরচ পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা (তবে এ কাজটি পুরনো টেলিভিশন কিনেও করা যায়।

    আপনার প্রত্যাশার চাপ কী ক্ষতি করছে আপনার সন্তানকে?

    আমরা কি জা‌নি, পৃ‌থিবীর প্রায় কো‌নো বিখ্যাত মানুষই তাঁদের...

    ষষ্ঠ শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একটি পর্যালোচনা

    নতুন শিক্ষানীতির আলোকে ২০১২ শিক্ষাবর্ষ থেকে সরকার ষষ্ঠ শ্রেণীতে...

    নোংরা প্রতিযোগিতা ও শিক্ষা : বিপ্লব আবশ্যক

    এইচ এম শরীফুল ইসলাম তানজিল লিখেছেন শিক্ষায় নোংরা প্রতিযোগিতা...

    উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে ‘দ্বিতীয় ভাবনা’র প্রয়োজন

    দেখা যায়, একটি এলাকায় হয়তো একাধিক সংস্থা কাজ করছে; আবার অন্য এলাকায় উপানুষ্ঠানিক বিদ্যালয় প্রয়োজনের তুলনায় কম। উপানুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম চালানোর ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় না থাকলে এমনটি হওয়ারই কথা। সমন্বয় থাকলে হয়তো দেখা যেত, শিক্ষার্থীসংখ্যা বিচারে একটি এলাকায় একাধিক সংস্থার কাজ করার প্রয়োজন নেই।

    প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

    নতুন লেখার খবর পান ইমেইলে
    বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।