বাড়িঅর্থায়নশিক্ষাব্যবস্থার বর্তমান জীর্ণদশার দায়ভার কার?

শিক্ষাব্যবস্থার বর্তমান জীর্ণদশার দায়ভার কার?

বহু চড়াই-উতরাই পার হয়ে আমাদের দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা আমরা দেখছি। তবে বহু কাঠ-খড় পুড়িয়েও বর্তমান শিক্ষাব্যবস্থার গুণগত তেমন কোন উন্নয়ন সাধন করা সম্ভব হয় নি। এখন প্রশ্ন হল, কেন সেটি সম্ভব হয় নি? আসলে কোন দেশের গোটা শিক্ষাব্যবস্থা হুট করে পালটে দেয়া সম্ভব নয়। শিক্ষা একটি রাষ্ট্রের বিশাল সেক্টর। বহু আন্দোলন-সংগ্রাম, অর্থ এবং বহু মানুষের সদিচ্ছা এবং পরিশ্রম ব্যয় করে জাতিকে একটি যুগোপযোগী শিক্ষা কাঠামো উপহার দেয়া সম্ভব হয়। দীর্ঘ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং তারই ধারাবাহিকতায় আগত পাকিস্তানের নিপীড়ন সর্বস্ব শাসন ও শোষনমূলক শিক্ষাব্যবস্থা বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে বহুলাংশে পীড়িত করে যাচ্ছে আজ অবধি। স্বাধীনতার ৪০ তম বছরেও ঔপনিবেশিক আমলের শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে না পারারও সুনির্দিষ্ট কিছু কারণ বিদ্যমান।

শিক্ষিত জনগোষ্ঠী ব্যতীত কোন রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশে যুগোপযোগী ও উন্নত শিক্ষাব্যবস্থা চালু হলে জাতি হিসেবে আমরা শিক্ষিত হয়ে যাই তাহলে আমাদেরকে যারা শোষন করে তাদের বিরাট অসুবিধা হয়ে যাবে। এক্ষেত্রে উল্লেখ্য যে, আমরা শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র দ্বারা শোষিত নই, বরং রাষ্ট্রযন্ত্রের সুবিধাভোগী একটি ক্ষুদ্র গোষ্ঠী দ্বারাও নিপীড়িত। সরকারি ক্ষমতাশালী আমলা থেকে শুরু করে ব্যবসায়ী মহল কর্তৃক শোষিত এ দেশের জনগণ। সেই কারণে দেশে শিক্ষা আজ ব্যবসার পণ্যে পরিণত হয়েছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা নিয়ে ব্যবসা করতে যতই নিষেধ করুন না কেন শিক্ষা বানিজ্য আজ খুব লাভজনক আয়ের পথ। প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাবাণিজ্যের হাত প্রসারিত।  প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে হলে আজ মোটা অঙ্কের অর্থ ব্যয় করে কোচিং করতে হয়। তথাকথিত নামজাদা বিদ্যালয়ে ভর্তি হতে হলেও অনুদান বাবদ গুণতে হয় বিপুল পরিমাণ টাকা। অনুদান বলি আর কোচিং ফি যাই বলি না কেন মা-বাবাকে দায়গ্রস্তের মত সন্তানের শিক্ষার পেছনে অনেক টাকা ঢালতে হয়। পাছে যদি ছেলে বা মেয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যর্থ হয়? গোটা শিক্ষাওব্যবস্থা এক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ঘুরপাক খাচ্ছে।

বিদ্যালয়ে ভর্তির পরও রয়েছে প্রতি বিষয়ের জন্য প্রাইভেট শিক্ষক রাখা কিংবা মোটা ব্যাগ কাঁধে নিয়ে কোচিংয়ে দৌড়ানো আজ সকালে আটা রুটি দিয়ে আলু ভাজি খাওয়ার মত স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এটি শিক্ষাব্যবস্থার বর্তমান এক করুণ চিত্র তুলে ধরছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা আশানুরূপ ফল লাভের আশায় রয়েছে বিশেষ কোচিংয়ের ঐতিহ্য। এই কোচিংয়ে নগদ অর্থের বিনিময়ে ভাল ফল লাভের নিশ্চয়তা দেয়া হয়। একই ধারাবাহিকতা দেখা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মা-বাবার মান সম্মান রক্ষা ও ভবিষ্যতে রুটি-রুজি যোগাড়ের নিশ্চয়তার জন্য গোল্ডেন ফাইভের হাতছানি। সে লক্ষ্যে ব্যাংক একাউন্ট খালি করে মডেল টেস্ট, ক্র্যাশ প্রোগ্রাম, বিশেষ ব্যাচে ভর্তির প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। যে ছেলেমেয়েরা আজ কোচিং-স্যারের বাসা ছাড়া কাঙ্ক্ষিত ফল লাভ করতে ব্যর্থ হয় তাদের পিতা-মাতাই এসব ছাড়া আজ দিব্যি করে খাচ্ছে। এখান থেকে কি এরকম আশংকা করা অমূলক যে, শিক্ষা আজ বাণিজ্যের এক বিশাল সম্ভাবনাময় খাত?

উচ্চ শিক্ষার দশা তো আরও করুণ। বাজারে চাহিদা রয়েছে এমন কিছু বিষয় খুলে বসেছে গাদাখানেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। জমি বিক্রি করে সেখানে গিয়ে “শিক্ষিত” হতে হচ্ছে বর্তমান প্রজন্মকে। আকাশচুম্বি টিউশন ফি প্রদান করে সেখান থেকে উন্নত জাতের কর্মী হিসেবে আত্মপ্রকাশ করছে তারা। এরপর বিদেশি প্রতিষ্ঠানে শ্রম বিক্রি করে করপোরেট সুখ লাভ করছে। সৃজনশীলতা, গবেষণা অচ্ছুত। সৃজনশীল উচ্চ শিক্ষার অভাবে আমাদের দেশ কোন জ্ঞান সৃষ্টি করতে পারছে না। বিদেশি জ্ঞান ধার করে এনে শিক্ষিত শ্রমিকের ন্যায় খেটে মরছে। লাভের গুড় খেয়ে নিচ্ছে ফর্মুলা আবিষ্কারকের দল। ধার করে কোনদিন মাথা উঁচু করে দাঁড়ানো যায় না।

সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে একাধারে যেমন চলছে দলীয়করণ,  অনিয়ম ও দুর্নীতি অন্যদিকে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অমুক-তমুক উন্নয়ন ফি। টিউশন ফি অপরিবর্তিত রেখে অন্যান্য ফি বাড়িয়ে শুভংকরের ফাঁকিতে ফেলা হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত না করে কীসের উন্নয়ন ফি নেয়া হয় তা আমাদের বোধগম্য নয়। হলে উঠতে হলে দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি করতে হয়, বিশ্ববিদ্যালয়ের বাসে চড়তে হয় জীবনের ঝুঁকি নিয়ে। এদিকে সরকার থেকে বিশ্ববিদ্যালয়ে গবেষণাসহ অন্যান্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। অতিরিক্ত সেই অর্থ কোথায় কীভাবে ব্যয় হচ্ছে তা সম্পর্কে শিক্ষার্থীদের পরিষ্কার ধারণা পর্যন্ত নেই।

দেশের গোটা শিক্ষাব্যবস্থার বর্তমান এই জীর্ণদশার জন্য কাকে দায়ি করা সমীচীন হবে? এককভাবে সরকার কিংবা জনগণকে দায়ি করা ঠিক হবে না। নিজেদের প্রাপ্য অধিকার বুঝে পেতে জনগণকেই এগিয়ে আসতে হবে সৎ নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে। অন্যদিকে সরকারকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। মানুষের অন্যতম মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব যেমন রাষ্ট্রের তেমনি তা আদায় করে নেয়ার সমান দায়িত্ব জনগনেরও। শিক্ষার অভাবেই জনগণ তার ন্যায্য শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আর সময় নষ্ট না করে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

ওমর শেহাবের ‘নতুন শিক্ষাক্রমে দুটি বড় ভুল’ : একটি ‘ব্যক্তিগত’ প্রতিক্রিয়া

ওমর শেহাব জানিয়েছেন, তিনি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সম্প্রতি তিনি প্রথম আলোয় ‘নতুন শিক্ষাক্রমে...

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

নতুন শিক্ষাক্রম : জাপানের সাথে তুলনা কতোটুকু প্রাসঙ্গিক?

বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থার নতুন শিক্ষাক্রমের আবশ্যিক বিষয় জীবন ও জীবিকার ষষ্ঠ ও সপ্তম...

কেন ক্লাস করতে চায় না শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা কেন ক্লাস করতে চায় না এই প্রশ্নটি নতুন নয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি...

শিক্ষকের মান ও গুণগত শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস ২০২৩-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে, "কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ...

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রসঙ্গে কিছু কথা

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনো প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষাঙ্গনে প্রবেশ করা। কারো বিশ্ববিদ্যালয়ে, কারো...

জেন্ডার বৈষম্য, শিক্ষা ও সমাজ

জেন্ডার হলো সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে কোনো একটি সমাজের নারী-পুরুষের প্রত্যাশিত আচরণ।...

আমাদের উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোর ব্যর্থতা

সিরাজুল হোসেন লিখেছেন আমাদের উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা প্রসঙ্গে কনজেনিটাল সিফিলিস ১৯৪৯ সালে ভারত-পাকিস্তান দেশ ভাগ...

টিআইবি প্রতিবেদন, শিক্ষায় দুর্নীতি ও আমাদের উদ্বিগ্নতা

২৯ সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ বা টিআইবি ‘মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের...

শিক্ষাকমিশন, শিক্ষাকমিটি ও শিক্ষানীতি: ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ পর্ব

ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে উপনিবেশ স্থাপনের পর তাদের মতো করে শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেয়। এ...