বাড়িশিক্ষা ও অভিজ্ঞতাঅসহিষ্ণু শিক্ষার্থী: এ কিসের আলামত?

অসহিষ্ণু শিক্ষার্থী: এ কিসের আলামত?

গত ৫ সেপ্টেম্বর গলাচিপায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুল হাসানকে তার সহপাঠীরা অস্ত্রের আঘাতে জখম করে। বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। বিশ্ববিদ্যালয় জীবনে মারামারির অসংখ্য দৃশ্য আমার চোখের সামনে ঘটেছে। তাই এককভাবে একজন শিক্ষার্থীকে কেউ জখম করার খবরটি হয়তো আমার জানার বাইরেই থেকে যেত। কিন্তু খবরটি যখন আমি আমার সহকর্মীর কাছে প্রথম শুনতে পাই, তখন আমার মাথায় কিছু ভাবনা চলে আসে। ওই ছেলেটি আমার সহকর্মীর অত্যন্ত প্রিয় একজন কাজিন। তাই যখন সহকর্মী আমাকে ঘটনাটির কথা বলে, তখন আমি ভাবতে থাকি আমার শিক্ষাজীবনের কথা। সেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পার করে আসার সময় অসিহষ্ণু শিক্ষার্থী নিয়ে আমি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করি; যা আজও অব্যাহত রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন আমাদের পাশের বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের একটি প্রতিযোগিতা চলতো- কারা কত ভালো রেজাল্ট করতে পারে। এছাড়া আমি আমার প্রাথমিক বিদ্যালয়ে থাকার সময় কারও সাথে মারামারি বা কথা কাটাকাটি হয়েছে এমন ঘটনা মনে করতে পারি না। তবে মাঝে মাঝে হালকা মারামারি হত, সেটা একেবারেই নগণ্য।

এরপর মাধ্যমিকে ভর্তি হলাম। মাধ্যমিকে ভর্তির পর থেকে দেখেছি বাৎসরিক একটা মারামারি হতো। তবে সেটা ফুটবল খেলাকে কেন্দ্র করে। বিদ্যালয়গুলোতে আন্তঃবিদ্যালয় ফুটবলের প্রতিযোগিতা হয়। এ খেলা সাধারণত হয় উপজেলা পর্যায়ে। আমাদের বাছাই পর্বের ফাইনাল খেলা হতো আমাদের বিদ্যালয় থেকে বেশ কিছুটা দূরে। খেলায় জেতাটা ছিল আভিজাত্যের প্রতীক। এ কারণেই যে বিদ্যালয়কে খেলার আয়োজন করতে দেওয়া হতো তারা কিছুটা সুযোগ নেওয়ার চেষ্টা করতো। বিশেষ করে সেই বিদ্যালয়টি যদি এমন স্থানে অবস্থিত হয় যে সেই স্কুলের পাশ দিয়ে আমাদের শহরে যাতায়াত করতে হতো, তবে তারা অবশ্যই জোর করে জেতার চেষ্টা করতো। এর ফলে শুরু হতো মারামারি। আমাদের বিদ্যালয় খেলায় ভালো ছিল, তাই ওদের সাথে মারামারি করতেই হতো। তবে সেটা যে খুব একটা বেশি কিছু ছিল তা না। সাধারণ হাতাহাতি। তা কখনই মারাত্মক কিছুতে রূপ নিত না। এছাড়া মাধ্যমিকে পড়াকালীন সময়ে আমি কখনও মারামারি হতে দেখি নি।

কলেজে থাকাকালীন ধাওয়া-পাল্টা ধাওয়া দেখেছি, তবে তা এতো হিংস্র ছিল না। হয়তো একদল মিছিল করছে, তাদের পাশ দিয়ে আরেকদল মিছিল নিয়ে যাচ্ছে। মাঝখানে কথাকাটাকাটি। তবে তা উৎসবের মতোই লাগতো। কখনও এটি মারামারিতে রূপ নিতো না। হয়তো তখনও শিক্ষার্থীদের মাঝে মানবতা ছিল। একে অপরকে বন্ধুই মনে করতো। প্রতিপক্ষ না। হয়তো তাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন ছিল। কিন্তু তারপরও তারা ছিল একে অপরের বন্ধু।

এরপর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার দেখা সব অংক পাল্টে গেল। এখানে এসে দেখলাম তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি, লাঠালাঠি, ক্ষেত্রবিশেষে অস্ত্রের ঝলকানি। এটা কি সময়ের প্রয়োজন, না পরিবর্তনের হাওয়া? হয়তো আগেও মারামারি হতো, তবে এত করে চোখে পড়ে নি। কে যেন বলেছিলেন, মন যা জানে না চোখ তা দেখে না। তাই হয়তো আমি ভর্তি হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের এসব ঘটনার কথা জানা হতো না।

একসময় বিশ্ববিদ্যালয় পাশ করলাম। চাকুরিকালীন সময়ে দেখলাম যুগের পরিবর্তন। চারদিকে লক্ষ্য করে দেখলাম শিক্ষার্থীরা আর আগের মতো নেই। তাদের প্রধান কাজ পড়াশোনার পাশাপাশি নিয়মিতভাবে মারামারিতেও লিপ্ত হচ্ছে। তারা এখন তুচ্ছ ঘটনাকে সামনে নিয়ে একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ছে।

পত্রিকায় প্রায়ই দেখা যায় এক স্কুলের শিক্ষার্থীরা আরেক স্কুলের শিক্ষার্থীদেরকে সাথে বিবাদে জড়িয়ে পড়ছে। আর বর্তমানকালের শিক্ষার্থীরা এতোটাই হিংস্র হয়ে পড়েছে যে, তারা কথায় কথায় অস্ত্রের প্রদর্শনীও করতে পিছপা হয় না। তার সর্বশেষ ঘটনা রাইফেলস কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে মারামারি। এছাড়াও বর্তমানে আমরা দেখতে পাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা একে অপরের সাথে মারামারিতে জড়িয়ে পড়ছে। সামান্য ঘটনায় (যতদুর শুনেছি, লেখার শুরুতে মাহমুদুলের ঘটনা ছিল খুবই সামান্য। মাহমুদুল প্রায়ই পরিষ্কার জামাকাপড় পড়ে আসতো, কিছুটা ফ্যাশনেবল জামাকাপড় পড়তো। আর এটা সহ্য করতো না তার সহপাঠিদের কেউ কেউ। এটা নিয়েই ঝগড়ার সূত্রপাত। তার জের ধরে সহপাঠিরা রক্তাক্ত করে মাহমুদুলকে) এতো বড় কাণ্ড!

আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে গবেষণা করা হয়। এ জন্য ফান্ডও থাকে। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও গবেষণার সুযোগ করে দেয়। এখন সময় এসেছে ভিন্ন কিছু বিষয় নিয়ে গবেষণা করার। কেন বর্তমানকালের শিক্ষার্থীরা এত অস্থিতিশীল আচরণ করছে? কেন তারা এত হিংস্র? কিসের অভাবে ও কিসের প্রভাবে তাদের এই আচরণ তা গবেষণা করে খুঁজে বের করতে হবে। সেই মতো ব্যবস্থা নিতে হবে। আমরা যদি অসুখের কারণ না জানি তবে অসুখ দূর করবো কী করে? এই বিষয়ে যদি সরকার এখনই নজর না দেয় তবে দিন দিন শিক্ষার্থীরা আরও হিংস্র হয়ে যাবে। তখন তারা তাদের প্রধান কাজ পড়াশোনা থেকে দূরে সরে গিয়ে হয়ে পড়বে একেকজন অপরাধী। এমন করে চলতে থাকলে হয়তো সেই দিন আর দূরেও নেই, যেদিন শিক্ষালয় থেকে বের হবে একেকজন দুর্ধর্ষ ক্যাডার। আমরা কি সেই দুর্দিনের কথা মনে করে একটুও চিন্তিত হবো না?

লেখক পরিচিতি

মুশফিকুর রহমান

মুশফিকুর রহমান বাংলাদেশের শিক্ষা ওয়েবসাইটের একজন সহ-সম্পাদক।

আরও পড়ুন

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ এবং বর্তমান অবস্থা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১-এর শ্লোগান বা প্রতিপাদ্য হচ্ছে: Literacy for a human-centred recovery:...

আপনার প্রত্যাশার চাপ কী ক্ষতি করছে আপনার সন্তানকে?

আমরা কি জা‌নি, পৃ‌থিবীর প্রায় কো‌নো বিখ্যাত মানুষই তাঁদের মা-বাবার প্রত্যা‌শিত উপায়ে বড় হননি?...

নকলের নানা রূপ

মুহাম্মদ ইমরান খান লিখেছেন নকলের নানা রূপ নিয়ে নকল করা যে ঘৃণার্হ এটি সবাই জানে।...

স্বামী বিবেকানন্দের শিক্ষাচিন্তা

স্বামী বিবেকানন্দের পরিচয় আমাদের কাছে নানাভাবে, নানামাত্রায়। সাধারণভাবে তাঁকে চিনি একজন বীর সন্ন্যাসী স্বামী...

আহমদ ছফার রচনাতে শিক্ষা প্রসঙ্গ

সামিও শীশ লিখেছেন আহমদ ছফার শিক্ষাভাবনা নিয়ে আহমদ ছফার ‘গাভী বিত্তান্ত’ উপন্যাসের চরিত্র ও কাহিনী...

কী শেখালো হার্ভার্ড?

মাসরুফ হোসেন লিখেছেন তাঁর হার্ভার্ডের শিক্ষার অভিজ্ঞতা নিয়ে দু’বছর আগে যে স্বপ্নময় যাত্রা শুরু করেছিলাম,...

সংবাদপত্রের শিক্ষাপাতা কতোটুকু প্রয়োজনীয়?

জায়েদ ইবনে আবুল ফজল লিখেছেন সংবাদপত্রের শিক্ষাপাতার প্রয়োজনীয়তা নিয়ে বাংলাদেশে প্রকাশিত কয়েকটি সংবাদপত্র বাদ দিলে...

শিক্ষা ও মানুষের চাওয়া-পাওয়া

মোঃ রেজাউল হক লিখেছেন শিক্ষা থেকে মানুষের চাওয়া-পাওয়া প্রসঙ্গে শিক্ষা ও মানুষের চাওয়া-পাওয়া অঙ্গাঙ্গীভাবে জড়িত।...