‘বাংলাদেশের শিক্ষা’র যেকোনো বিষয় সম্পর্কে আপনি লিখতে পারেন। শিক্ষা-প্রসঙ্গে আপনার মতামত ও ভাবনা এবং শিক্ষা-প্রসঙ্গে আপনার সরাসরি অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন।
আমরা বড় লেখা প্রকাশ করতে আগ্রহী, যেখানে শিক্ষার কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আপনি আপনার পূর্ণাঙ্গ ভাবনা তুলে ধরতে পারেন। আপনি আপনার লেখা আমাদের কাছে ইমেইলে পাঠানোর পর পর্যালোচনা কমিটির সদস্য দ্বারা সংক্ষিপ্ত পর্যালোচনার পর তা প্রকাশের জন্য মনোনীত হলে যতো দ্রুত সম্ভব প্রকাশের ব্যবস্থা করা হবে।
লেখার শেষে আপনার নাম, প্রাতিষ্ঠানিক পরিচয়, যোগাযোগের ঠিকানা ও ছবি পাঠানোর অনুরোধ রইলো। লেখা পাঠানোর ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ওয়েব সাইটে প্রকাশের জন্য আপনি সেই লেখাগুলোই পাঠাতে পারবেন যেগুলোর স্বত্ব আপনার কাছে সংরক্ষিত। লেখার বিষয়বস্তু ও স্বত্ত্ব সম্পর্কিত যে কোনো বিষয়ের জন্য লেখকই দায়ী।
উল্লেখ্য, এখানে লেখার জন্য লেখকদের কোনো প্রকার সম্মানী দেয়া হয় না বা লেখা প্রকাশের জন্য কোনো প্রকার অর্থও গ্রহণ করা হয় না। এই সাইটের যেকোনো লেখা জ্ঞানার্জন-সম্পর্কিত কাজে বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক কোনো কাজে ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট লেখকের সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। ‘বাংলাদেশের শিক্ষা’ কর্তৃপক্ষ এ-সম্পর্কিত কোনো দায়দায়িত্ব বহন করবে না।
লেখা পাঠাতে পারেন আমাদের ইমেইলে (infoঅ্যাটbdeduarticle.com) কিংবা যোগাযোগ ফরম ব্যবহার করে।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।