প্রশ্ন ১: এই ওয়েব সাইটের উদ্দেশ্য কী?
উত্তর: বাংলাদেশের শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ, গুণগত ও নানা মাত্রার লেখা জড়ো করা যাতে সাইটটি বাংলাদেশের শিক্ষা-সম্পর্কিত জ্ঞান আহরণের একটি কেন্দ্র হয়ে উঠে। বিস্তারিত দেখুন এখানে।

প্রশ্ন ২: এই সাইটের ভিজিটর বা দর্শনার্থী কারা? কাদের উদ্দেশ্যে এই সাইটটি নির্মিত?
উত্তর: শিক্ষা, বাংলাদেশের শিক্ষা এবং তুলনামূলক শিক্ষা নিয়ে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছেন, চিন্তাভাবনা করছেন, তাদের সবাই এই সাইটের উদ্দিষ্ট দর্শনার্থী। বিশেষত অ্যাকাডেমিক ক্ষেত্রে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, প্রফেশনাল ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি অঙ্গনে কর্মরত ব্যক্তি, সাধারণ ভিজিটর- সবার জন্যই এই সাইটটি নির্মিত।

প্রশ্ন ৩: আমি কি এখানে সরাসরি আমার লেখা প্রকাশ করতে পারি?
উত্তর: এই মুহূর্তে সাইটে সরাসরি লেখা প্রকাশের সুযোগ নেই। আপনি আপনার লেখা আমাদের কাছে ইমেইলে পাঠাতে পারেন। লেখা পাঠানো ও প্রকাশ বিষয়ে বিস্তারিত দেখুন এখানে।

প্রশ্ন ৪: লেখা কি গবেষণাভিত্তিক প্রতিবেদন হতে হবে?
উত্তর: তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে গবেষণাভিত্তিক লেখাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আপনি শিক্ষা বিষয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পরামর্শ এবং আলোচনাও লিখতে পারেন। যা-ই লিখুন না কেন, লেখাটি কোনো না কোনোভাবে শিক্ষা ও বাংলাদেশের শিক্ষার সাথে সম্পর্কযুক্ত হতে হবে।

প্রশ্ন ৫: আমি কি আমার পুরনো লেখা প্রকাশের জন্য পাঠাতে পারি?
উত্তর: আমাদের কাছে নতুন-পুরনো বলে কিছু নেই। লেখা লেখা-ই। অনেক আগের লেখাও এ সময়ের পাঠকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শুধু মনে রাখতে হবে লেখার বিষয়বস্তু শিক্ষা এবং এর স্বত্ত্বাধিকারী আপনি।

প্রশ্ন ৬: আমার লেখা যদি অন্য কোথাও প্রকাশিত হয়, তাহলে কি সেটি এখানে পুনঃপ্রকাশে পাঠাতে পারবো?
উত্তর: যদি লেখার স্বত্ত্ব আপনার কাছে থাকে কিংবা প্রকাশনীর কাছ থেকে যদি অনুমতি আনতে পারেন, তাহলে অবশ্যই অন্যত্র প্রকাশিত লেখা এখানে পুনঃপ্রকাশের জন্য পাঠাতে পারেন।

প্রশ্ন ৭: এখানে প্রকাশিত লেখা কি আমি অন্য কোনো ইন্টারনেট বা প্রিন্ট মিডিয়াতে প্রকাশ করতে পারি?
উত্তর: অবশ্যই। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বাধানিষেধ নেই। আমরা মনে করি, লেখকের ভাবনা যতো বেশি সংখ্যক জায়গায় ছড়াবে, ততোই তা সামগ্রিক কল্যাণে আসবে।

প্রশ্ন ৮: আমার লেখা কি মডারেশন পার হয়ে আসবে? এখানে কি কোনো মডারেশন আছে?
উত্তর: আমাদের উত্তর একইসাথে হ্যাঁ ও না। মতামত যা-ই আসুক না কেন, আমরা বানান ছাড়া আর কিছু সম্পাদনা করি না। তবে লেখাটি শিক্ষা ও বাংলাদেশের শিক্ষার সাথে সম্পর্কিত কিনা শুধু সেটি যাচাই করা হয়।

প্রশ্ন ৯: লেখা জমা দেয়ার কতোদিন পর তা প্রকাশিত হয়?
উত্তর: যতো তাড়াতাড়ি সম্ভব। কারিগরি ত্রুটির কারণে মাঝেমাঝে দেরি হতে পারে।

প্রশ্ন ১০: আমার পক্ষে সবসময় এই সাইট ভিজিট করা সম্ভব হয় না। নতুন লেখা প্রকাশের সাথে সাথে কীভাবে জানতে পারি?
উত্তর: প্রথম পৃষ্ঠায় দেখুন ইমেইল সাবস্ক্রিপশনের একটি অপশন আছে। লেখা প্রকাশের সাথে সাথে নোটিশ পেতে চাইলে আপনার ইমেইলটি দিয়ে রেজিস্ট্রেশন করুন।

প্রশ্ন ১১: আমি বাংলাদেশের বাইরে থাকি। আমি কি এখানে লেখা দিতে পারি?
উত্তর: অবশ্যই। বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে যে কেউই এখানে লিখতে পারেন। বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন, তাঁদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে সেই দেশের সঙ্গে বাংলাদেশের শিক্ষার তুলনা করে লিখতে। এতে অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ও অবস্থা সবার কাছে ফুটে উঠবে।

প্রশ্ন ১২: আমি কি এখানে আমার ব্লগ লিখতে পারি?
উত্তর: এটি আসলে ব্লগ লেখার জায়গা নয়। কিন্তু শিক্ষাবিষয়ক যে কোনো কিছুই আপনি এখানে লিখে পাঠাতে পারেন।

প্রশ্ন ১৩: কোনো লেখার প্রতিক্রিয়ায় মন্তব্য করলে তা কি সরাসরি প্রকাশিত হবে?
উত্তর: আমাদের পূর্বঅভিজ্ঞতা বলে, এই সুযোগ থাকলে অনেকেই নানা ধরনের অনভিপ্রেত মন্তব্য করে থাকেন। সেজন্য মন্তব্য প্রকাশ করলে তা সরাসরি প্রকাশের কোনো ব্যবস্থা নেই। তবে আমরা যতো দ্রুত সম্ভব প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ করে থাকি।

প্রশ্ন ১৪: এই সাইটে লেখা প্রকাশের জন্য কি কোনো প্রকার অর্থ দিতে হয়?
উত্তর: না, এবং কখনোই না। আমরা মনে করি, জ্ঞান তখনই শক্তি হবে যখন তা বিনিময়যোগ্য। সুতরাং যে কেউ এখানে লিখতে পারেন।

প্রশ্ন ১৫: এই সাইটে প্রকাশিত লেখার স্বত্ত্বাধিকারী কে?
উত্তর: সংশ্লিষ্ট লেখক। শুধু তাই নয়, প্রকাশিত সমস্ত লেখা ও মন্তব্যের দায়ভারও তাঁর। প্রকাশিত লেখা ও মন্তব্যের সাথে সাইট কর্তৃপক্ষের কোনো সংযোগ বা সংশ্লিষ্টতা নেই।

প্রশ্ন ১৬: এই সাইটটি কি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে?
উত্তর: না, এই সাইটটি কখনোই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না।

প্রশ্ন ১৭: আপনারা কি কোনো বিজ্ঞাপন প্রকাশ করেন?
উত্তর: এখন পর্যন্ত না। এই সাইটে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন প্রকাশ করা হবে না। তবে শিক্ষাক্ষেত্রে কর্মরত এবং শিক্ষার কাজে আসবে এমন কোনো সাইট বা প্রতিষ্ঠানের অবাণিজ্যিক বিজ্ঞাপন ভবিষ্যতে প্রকাশিত হতে পারে।

প্রশ্ন ১৮: আমি এই সাইটকে সাহায্য করতে চাই। কীভাবে আমি সাহায্য করতে পারি?
উত্তর: সাহায্য করতে চাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কীভাবে সাহায্য করতে চান তা আমাদের জানাতে পারেন। তবে আমরা খুশি হবো আপনি যদি এই সাইটটি নিয়মিত দেখেন, লেখা দেন, প্রচার করেন এবং আপনার পরিচিতজনদের সাইট ব্যবহারে উৎসাহী করেন।

প্রশ্ন ১৯: আমি কি এখানে আমার ব্যক্তিগত কিংবা অন্য কোনো সাইটের রিভিউ প্রকাশ করতে পারবো?
উত্তর: যদি সেটি শিক্ষাসম্পর্কিত হয়, তাহলে অবশ্যই করতে পারবেন। তবে এ ব্যাপারে সাইট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

প্রশ্ন ২০: আমি কি আমার সাইটের লিংক এখানে প্রকাশ করতে পারি?
উত্তর: অবশ্যই। তবে সেজন্য আপনাকে সাইট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

প্রশ্ন ২১: আমি কি এই সাইটের লিংক অন্য সাইট বা মাধ্যমে শেয়ার করতে পারি?
উত্তর: অবশ্যই। আমরা একে উৎসাহিত করি।

প্রশ্ন ২২: এই সাইটে অনেকগুলো বিভাগ থাকলেও শিক্ষাসম্পর্কিত কিছু কিছু বিভাগ বাদ পড়েছে। কেন?
উত্তর: কোন কোন বিভাগ বাদ পড়েছে আমাদেরকে জানান। আমরা সেগুলো যুক্ত করে নেব।

প্রশ্ন ২৩: আমি কি এই সাইটের উন্নয়নের জন্য কোনো পরামর্শ বা মতামত পাঠাতে পারি?
উত্তর: অবশ্যই। আমরা সবসময়ই আপনার মতামতকে স্বাগত জানাই। আমাদের অনেক সীমাবদ্ধতা বা ভুল থাকতে পারে। আপনি জানালে আমাদের সেগুলো শুধরাতে সুবিধা হয়। আপনি যে কোনো সময় আপনার মতামত, পরামর্শ বা সমালোচনা জানাতে পারেন।

এর বাইরেও আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের জানান।

Sending
User Review
0 (0 votes)