এই ওয়েব সাইটের মূল উদ্দেশ্য বাংলাদেশের শিক্ষাবিষয়ক যাবতীয় লেখালেখিকে জড়ো করা, যাতে বাংলাদেশের শিক্ষা ও শিক্ষার সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। পাশাপাশি সাইটটি যেন ‘বাংলাদেশের শিক্ষা’ বিষয়ে সৃজনশীল ও মননশীল আলোচনা, সমালোচনা, বিতর্কের কেন্দ্র হয়ে উঠে তাও এ সাইটের অন্যতম উদ্দেশ্য। যারা শিক্ষা নিয়ে প্রচলিত প্রচার মাধ্যমগুলোতে নিজের অভিজ্ঞতা, মতামত, পরামর্শ ও ভাবনাচিন্তাসমূহ প্রকাশ করতে পারছেন না, তারা যেন সহজেই সেগুলো প্রকাশ করতে পারেন- এ ওয়েব সাইট সে লক্ষ্যেও পরিচালিত হচ্ছে। নীতিগত ও বাস্তবায়নের ক্ষমতার সাথে সঙ্গতি রেখে নানা আলোচনা ও ডিসকোর্সের একটি তথ্যসমৃদ্ধ আলোচনার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে এই ওয়েব সাইট কাজ করে যাচ্ছে।
ওয়েব সাইটটিতে অ্যাকাডেমিক ও জ্ঞানমূলক বিভিন্ন লেখার পাশাপাশি সহজবোধ্য নানা ধরনের লেখা প্রকাশিত হচ্ছে যাতে বৃহত্তর অনলাইন কমিউনিটি বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে স্ব স্ব অবস্থান উপলব্ধি করে সে লক্ষ্যে অবদান রাখতে পারেন। যারা শিক্ষা নিয়ে নানা পর্যায়ে কাজ করছেন, এই ওয়েব সাইট তাদের সহায়তার লক্ষ্যে স্থাপিত। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে সমস্ত শিক্ষার্থী শিক্ষার প্রতি অনুরক্ত, তাদের সহায়তা করাও এই সাইটের উদ্দেশ্য।
পাশাপাশি বাংলাদেশের শিক্ষাকে সমসাময়িক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে নানা দেশের শিক্ষার সাথে তুলনার সুযোগ সৃষ্টি করতে চায় এই সাইটটি। তথ্যপ্রযুক্তির নানা উপাদান ব্যবহার করে শিক্ষাবিষয়ক চিন্তাভাবনা ছড়িয়ে দেয়া এর অন্যতম উদ্দেশ্য। দেশ-বিদেশের নানা জায়গায় অবস্থানকারী বাংলাভাষী মানুষদের শিক্ষার চিন্তা প্রকাশ ও তা বিনিময় করার এক যোগসূত্র হিসেবে কাজ করছে এই ওয়েব সাইটটি। আমরা সবসময়ই বিশ্বাস করি: জ্ঞান তখনই শক্তি যখন তা হবে বিনিময়যোগ্য। কুক্ষিত জ্ঞান মানব উন্নয়নের প্রতিবন্ধকতাস্বরূপ।