অশিক্ষিত, শিক্ষিত, নিরক্ষর

লোকটা কী অশিক্ষিত—কথাটি বলে আমরা কাউকে গালি দিয়ে থাকি। কিন্তু ভাবি না কথাটির মানে কী? বাংলা একাডেমি অভিধান অনুসারে ‘অশিক্ষিত’ শব্দটি বিশেষণ রূপে ব্যবহার করা হয়; যার অর্থ শিক্ষা পায়নি এমন, মূর্খ বা বিদ্যাহীন, অসভ্য। বিপরীতভাবে শিক্ষিত শব্দটির অর্থ শিক্ষাপ্রাপ্ত হয়েছে এমন বা বিদ্বান।

শিক্ষা শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়ে থাকে। বলা যেতে পারে, কোনো জ্ঞান বা কৌশল আয়ত্ত করাই শিক্ষা। যেমন, আদিম কালের সন্তানরা তাদের বাবা মা কিংবা বয়োঃপ্রাপ্ত কারও কাছে শিখত কী করে শিকার করতে হয়, ফলমূল আহরণ করতে হয়। বর্তমানকালে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে লোকজন জ্ঞানার্জন করে। সেই জ্ঞান প্রয়োগ করে রোগের চিকিৎসা করে কিংবা মহাকাশ যাত্রায় ভ্রমণের কৌশল শিখে মহাকাশে ভ্রমণ করে এর সবই শিক্ষা হিসেবে পরিগণিত।

আবার অনেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও দৈনন্দিন হিসাবের কাজ, বিভিন্ন পেশার লোক তাদের পেশাভিত্তিক কাজ যেখানে গণিত বিশেষ করে জ্যামিতির অনেক বিষয় জড়িত থাকে তাও সহজে করতে পারে। যেমন, অনেক রাজমিস্ত্রি প্রাতিষ্ঠানিক শিক্ষায় জ্যামিতি না শিখেই দালান গড়তে নিজের মতো করে সমকোণী চতুর্ভুজ বানাতে পারে। অনেক দর্জি বিদ্যালয়ে না গিয়েও বলতে পারে একটি শার্ট বানাতে কয় গজ কাপড় লাগবে। সেই দিক দিয়ে ধরতে গেলে ওই বিষয়ে তারা শিক্ষিত। তাই বলা যেতে পারে—প্রাতিষ্ঠানিক শিক্ষাই শুধু শিক্ষা নয়, চলতে ফিরতে নানান অভিজ্ঞতার মাধ্যমে একজন ব্যক্তি জন্মের পর থেকেই শিক্ষালাভ করতে থাকে। আর সেই শিক্ষা চলতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত।

সে কারণে শিক্ষালাভের উপায়কে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে—আনুষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা ও অনানুষ্ঠানিক শিক্ষা।

আনুষ্ঠানিক শিক্ষা আমরা স্কুল-কলেজে পেয়ে থাকি। আর শিক্ষা বলতে আমরা সাধারণত এ শিক্ষাকেই বুঝে থাকি। এখানে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট শিক্ষাক্রমের আলোকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া হয়ে থাকে।

উপানুষ্ঠানিক শিক্ষা যেকোনো বয়সে যেকোনো স্থানে দেওয়া যেতে পারে। এটি একটি নমনীয় শিক্ষাব্যবস্থা। আমাদের দেশে এনজিওগুলো এ ধরনের শিক্ষা বেশি দিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের স্বল্প সময়ের প্রশিক্ষণকেও আমরা এর আওতায় ফেলতে পারি।

অনানুষ্ঠানিক শিক্ষা শুরু হয় জন্ম থেকে আর তা শেষ হয় মৃত্যুর মাধ্যমে। নানা কাজের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে আমরা এ শিক্ষা পেয়ে থাকি। এছাড়াও আমরা চলতে ফিরতে নানা কাজের মাধ্যমে প্রতিনিয়ত নানান কিছু শিখছি। এ শিক্ষা হচ্ছে কখনও ঠেকে আবার কখনও জিতে। গ্রাম্য একটি প্রবাদ আছে এ বিষয়ে আর তা হলো—শিখছ কোথায়, ঠেকছি যেথায়। এ শিক্ষাটা অনানুষ্ঠানিক শিক্ষা। তাই বলা যায় পৃথিবীর সবাই কোনো না কোনো বিষয়ে শিক্ষিত। কেউ আর অশিক্ষিত নয়। তাই এ শব্দটি ব্যবহার করা আমাদের জন্য ঠিক হবে না।

সবাইকে শিক্ষিত বললে একটি সমস্যা অবশ্য থেকে যায়। তা হলো, যারা বিদ্যালয়ের শিক্ষা পায়নি তাদের কী বলা হবে? এর উত্তরও সহজ, তা হল নিরক্ষর। মানে যাদের অক্ষরজ্ঞান নেই। অনেকে তাদের বলে থাকেন চোখ থাকতেও অন্ধ। কিন্তু তা একটি অভিশাপের মতো, যা একটি দেশকে নিচের দিকে ঠেলে দেয়। আর এ জন্য আমাদের উচিত হবে অন্তত একজনকে হলেও শিক্ষার আলো দান করে দেশকে নিরক্ষরমুক্ত করে তোলা। আর এতে কাউকে ভুল করে বলতে হবেনা, “ও তো একটি অশিক্ষিত”। আশা করি সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আমাদের বংশধররা তাদের ছেলেমেয়েদেরকে রূপকথার গল্প শোনাবে এই বলে যে, “এই দেশে এক নিরক্ষর চাষী বাস করত। যার একখণ্ড নিজস্ব জমিও ছিল না। সারা বছর অন্যের জমি চাষ করত…”। আর ছেলেমেয়েরাও বলে উঠবে—“মা. নিরক্ষর কী?”

জনপ্রিয় নিবন্ধ

প্রাথমিক স্তরে ভাষা শেখা : বিষয় – বাংলা

ভাষার দক্ষতা চারটি— শোনা, বলা, পড়া, লেখা। আর ভাষা...

আগে ইংরেজি গ্রামার শিখবো, নাকি ভাষা শিখবো?

কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার...

শিক্ষাব্যবস্থার হালচাল

অর্থনীতিবিদদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ রাষ্ট্রীয় বিনিয়োগ। অর্থনীতিবিদ এডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং মার্শালের মতে, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। শিক্ষার অর্থনীতি নিয়ে মৌলিক গবেষণায় অর্থনীতিবদ আর্থার শুল্জ ও রবার্ট সলো দেখিয়েছেন যে, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করলে সম্পদের সুফল ফেরত আসে ৩৫ শতাংশ, মাধ্যমিক শিক্ষায় ২০ শতাংশ, এবং উচ্চ শিক্ষায় ১১ শতাংশ।

আমেরিকায় উচ্চশিক্ষা : পিএইচডির পর কী?

আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে প্রচুর লেখালেখি হয়, আমি নিজেও এ-নিয়ে...

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা

ক্যাডেটসমূহ বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।...

আরও কিছু লেখা

অধিক

    শিক্ষক: মানুষ গড়ার কারিগর

    'সবাই ভালো ছাত্র হয় না, তবে সবাই ভালো মানুষ...

    নোংরা প্রতিযোগিতা ও শিক্ষা : বিপ্লব আবশ্যক

    এইচ এম শরীফুল ইসলাম তানজিল লিখেছেন শিক্ষায় নোংরা প্রতিযোগিতা...

    কীভাবে শিক্ষার্থীর লিখন দক্ষতা বাড়াবেন

    রিফাত আফরোজ লিখেছেন শিক্ষার্থীর লিখন দক্ষতা বাড়ানোর উপায় নিয়ে বাংলাদেশে...

    যৌনকর্মীর ছেলে-মেয়েদের শিক্ষার জন্য একটি স্কুল ও ব্যক্তিগত প্রতিক্রিয়া: ১

    আশার কথা তবুও এই সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েরা শিক্ষার আলোয় নিজেদেরকে আলোকিত করতে সংগ্রাম করছে, একই বিদ্যালয়ে সমাজের অন্যান্য শিশু-কিশোরদের সাথে তারা শিক্ষাগ্রহণ করছে, তারা তাদের সহপাঠীদের বাসায় যাচ্ছে। স্কুল থেকে তারা বিনামূল্যে বই পাচ্ছে, ড্রেস পাচ্ছে যার ফলে অন্যরা উৎসাহিত হচ্ছে তাদের ছেলে-মেয়েদেরকেও স্কুলে ভর্তি করতে।

    যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: প্রফেসরদের ইমেইল করবেন কীভাবে?

    ফান্ডিং পাওয়া নিয়ে আগের পর্বে লিখেছিলাম। ফেলোশিপ বা টিচিং...

    শিক্ষার্থীদেরকে দিয়ে ক্লাস নেওয়ানো: একটি প্রস্তাবনা

    বাংলাদেশের মতো বৃহৎ শিক্ষাব্যবস্থা যেখানে, সেখানে উপযুক্ত শিক্ষকের প্রয়োজনীয়তা ও পর্যাপ্ত শিক্ষকের অভাব বরাবরের মতো চলে এসেছে, সেখানে শিক্ষার্থীকে শ্রেণি-কার্যক্রমে শিক্ষকের পাশাপাশি কাজে লাগানো ফলপ্রসু হওয়া বেশ সম্ভাবনাময় । সেক্ষেত্রে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা উপযুক্ত তাদের দিয়ে বিভিন্ন বিষয়ের ক্লাস নেওয়ানোর সংস্কৃতি প্রবর্তন করার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি প্যানেল তৈরি করা যেতে পারে।

    শিক্ষা ও গবেষণায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়: পর্ব ২ – কাপিৎসা

    ১৫ ডিসেম্বর, ১৯৫৫। সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভকে লেখা একটি...

    চাই পেশাজীবিদের জন্য অব্যাহত শিক্ষা

    আমার বাবা একজন ডাক্তার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা...

    প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

    নতুন লেখার খবর পান ইমেইলে
    বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।