জুম সফটওয়্যার ব্যবহার করে অনেকে ক্লাস নিচ্ছেন। এই লেখাটি বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ের শিক্ষকদের জন্য, যাঁরা অনলাইনে জুম দিয়ে ক্লাস নিতে শুরু করছেন বাংলাদেশে।
স্প্রিং সেমিস্টারের শেষ অর্ধেকের ক্লাস আমি পড়িয়েছি পুরোই অনলাইনে। এর জন্য জুম ব্যবহার করেছি। এর ভিত্তিতে কিছু বেস্ট প্রাকটিস আমি ও আমার সহকর্মীরা বুঝতে পেরেছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
মাইক্রোফোন: ক্লাসের শুরুতে হোস্ট (শিক্ষক) বাদে সবার মাইক্রোফোন অফ (মিউট) করে বা বন্ধ করে রাখবেন।
ভিডিও: শিক্ষক বাদে সবার ভিডিও অফ। এমনকি শিক্ষকও প্রস্তুত হবার আগে ক্যামেরা অফ করে রাখবেন।
অ্যানোটেশন/আঁকিবুকি: শিক্ষক ছাড়া সবার আঁকিবুকি (Annotation) বন্ধ। সেটিংসে গেলেই এটি করতে পারবেন।
স্ক্রিন শেয়ার: যথারীতি, হোস্ট কেবল স্ক্রিন শেয়ার করতে পারবে, বাকিদেরটা ডিজেবল করে রাখতে হবে।
প্রশ্ন করা: প্রশ্ন করার জন্য জুম সফটওয়্যারের রেইজ হ্যান্ড অপশনটা ব্যবহার করুন। কেউ হাত তুললে তার মাইক্রোফোন এনাবল করে প্রশ্ন শুনে নিন। তার মাইক্রোফোন ডিজেবল করে দিন আবার। পরের প্রশ্নটা অন্য শিক্ষার্থীদের জন্য বলবেন।
চ্যাট: প্রশ্ন করার জন্য জুম সফটওয়্যারের চ্যাট অপশনও ব্যবহার করা যায়।
কুইজ: ক্লাসের মাঝে মাঝে পুরোটা সময় লেকচার না দিয়ে একটু পর পর ইন্টারঅ্যাকটিভ কিছু রাখতে হবে। যেমন, একেকটা টপিক বলা হলে তার পরে পরেই সেটার উপরে কিছু প্রশ্ন রাখুন। প্রশ্নগুলো ক্লাসের আগেই সেট করে রাখা যায়। কুইজ আকারের এমসিকিউ হিসাবে। এগুলো যে গ্রেডেড না তা আগে বলে দিয়েন, তাতে শিক্ষার্থীরা নির্ভয়ে জবাব দিতে পারবে।
উপস্থিতি: ক্লাসে উপস্থিতি যাচাই করা যায় মিটিং রিপোর্ট থেকে। অ্যাটেন্ডেন্স সেভাবে নিন।
রেকর্ড: ক্লাসের ভিডিও লোকালি বা ক্লাউডে দুইখানেই রেকর্ড করা যায়। ক্লাউডে করলে ভালো, কারণ সেক্ষেত্রে লোকাল রেকর্ডিঙের নানা ঝামেলা এড়ানো যায়।
পোষাক: শিক্ষক যিনি তাঁকে প্রেজেন্টেবল হয়ে (মানে পোষাকের দিক থেকে) স্ক্রিনে আসা ভাল। কারণ শিক্ষার্থীরা আশা করে যে শিক্ষক আসল ক্লাসে যেভাবে আসবেন, সেভাবেই ভিডিওতে আসবেন। কাজেই ক্লাস নেয়ার জন্য ঘরের পোষাকে না আসা ভালো।
মাইক্রোফোন: শিক্ষকের সাইডে ভালো মাইক্রোফোন ব্যবহার করেন, অথবা হেডসেট। ল্যাপটপ বা কম্পিউটার মাইক্রোফোনে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে।
ব্যাকগ্রাউন্ড: জুম- এর ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা ভালো। তবে এর জন্য আপনার কম্পিউটারটি পুরানো হলে কাজ করবে না।
পাসওয়ার্ড: এটি অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে ক্লাসের মিটিং-এ অবশ্যই পাসওয়ার্ড সেট করে নিবেন। একেক ক্লাসের পাসওয়ার্ড একেক হলে ভালো হয় যা সপ্তাহের শুরুতে বা মাসের শুরুতে জানিয়ে দিতে পারেন। পাসওয়ার্ড না দিলে জুমবম্বিং-এর শিকার হতে পারেন, ক্লাসে ঝামেলা করার জন্য কেউ ঢুকে পড়তে পারে।
লগিং এনাবল: সব রকমের লগিং এনাবল করে রাখবেন।
ভিডিও শেয়ার: অনলাইনে ক্লাস করতে অনেক শিক্ষার্থী অভ্যস্ত নয়। অনেকের রিয়াল টাইম অ্যাক্সেসও নাই। সেজন্য ক্লাস ভিডিও রেকর্ড করে সেটা শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন অবশ্যই যাতে করে তারা পরে নেট অ্যাক্সেস পেলে দেখে নিতে পারে।
আপাতত এই কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে।
লেখক পরিচিতি
ড. রাগিব হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের দ্যা ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহাম-এ অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশের শিক্ষার নানা প্রসঙ্গ নিয়ে নিয়মিত লেখালেখি করছেন।