ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে উপনিবেশ স্থাপনের পর তাদের মতো করে শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেয়। এ লক্ষ্যে তারা নানা সময়ে শিক্ষাকমিটি ও শিক্ষাকমিশন গঠন করে, এবং সব কমিটি ও কমিশনের সুপারিশ অনুসারে তারা নানা ধরনের শিক্ষাকার্যক্রম প্রচলন করে এই উপমহাদেশে। এরই ধারাবাহিকতায় পাকিস্তান আমলেও নানা শিক্ষাকমিশন গঠন করা হয়, কিন্তু সেগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম শিক্ষাকমিশন গঠিত হয় এবং এই কমিশন ১৯৭৪ সালে তাদের প্রতিবেদন পেশ করে। এর পর দীর্ঘদিন নানা কমিটি ও কমিশন গঠন করা হলেও বাংলাদেশের সর্বপ্রথম শিক্ষানীতি পাওয়া যায় ২০০০ সালে। বর্তমানে বাংলাদেশে জাতীয় শিক্ষানীতি ২০১০-ই সর্বশেষ শিক্ষানীতি।

Sending
User Review
5 (1 vote)

লেখক সম্পর্কে

গৌতম রায়

গৌতম রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

মন্তব্য লিখুন