বাড়িভাষা শিক্ষামাধ্যমিক পর্যায়ে ইংরেজি বলার চর্চা

আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইংরেজি বলার চর্চা কতটা হচ্ছে? এ প্রশ্নের উত্তর অনেকটাই বড় ’না’ বোধক হবে। শিক্ষক যখন ইংরেজি পড়ান, তিনি কি তখন ইংরেজি বলেন? তিনি ইংরেজি বলেন না, কারণ কেউ কেউ মনে করেন ইংরেজি বললে শিক্ষার্থী তার কথা বুঝবে না। আসলে শিক্ষার্থীদের ইংরেজি বলা উচিত কারণ কৈশোরে বয়সের শিক্ষার্থীরা যতটুকু শুনবে ততটুকু মনে রাখতে পারে। তারা অনুকরণপ্রিয়। শিক্ষক যা করবেন, তারাও তাই করবে। শিক্ষক যা বলবেন তারাও তাই বলবে। আমার মনে আছে আমি প্রায়ই ক্লাসে বলতাম, You boy, so what, thanks a lot ইত্যাদি। ছাত্রছাত্রীরা মজা করে বা ব্যঙ্গ করে, অনুকরণ করে হোক কিংবা বয়সর কারণেই হোক, তারা ঐ শব্দগুলো বলতো। অর্থাৎ শব্দগুলোর ব্যবহার তারা শিখেছে। এভাবে শিক্ষক যখন তাদের জিজ্ঞেস করবে What about your homework? তারা বাক্যটি শিখে ফেলবে এবং বাস্তবজীবনে ব্যবহার করতে শিখবে। তারা জেনেছে কোন্ অবস্থায় এই বাক্যটি ব্যবহার করতে হয়। মাতৃভাষা ব্যতীত অন্য কোন দ্বিতীয় ভাষা শিখার এটি একটি উৎকৃষ্ট উপায়।

শিক্ষক ক্লাসে গিয়ে বলবেন Good morning, My dear students, how are you? এই শব্দগুলো একদিকে যেমন ছাত্র-শিক্ষক সম্পর্ক ঘনিষ্ঠতর এবং শিখনবান্ধব করে; অন্যদিকে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সাহসী করে তোলে এবং সর্বোপরি ইংরেজি ভাষা মূলত যে জন্য আমরা শিখি সেই উদ্দেশ্যগুলোও সফল করতে সহায়তা করে। আর ক্লাসে যখন এই ধরনের পরিবেশ বিরাজ করে যে, ছাত্র-শিক্ষক এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ শিখন-শেখানোর কাজ করছেন, তখন শিক্ষার্থীদের সব সময়ই আকর্ষণ থাকবে ক্লাসের দিকে। তারা ঐ বন্ধুত্বপূর্ণ পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে চাইবে না অর্থাৎ ক্লাসে থাকার কিংবা আসার জন্য উদগ্রীব থাকবে। শিক্ষক বলবেন, Please open at page 19. Now let us start chain drill. Let us start a new lesson, shall we? tag question কোন অবস্থায় ব্যবহার করতে হয়, কোন বাক্যে কী ধরনের tag ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীরা ক্লাসে স্পোকেন ইংরেজির মাধ্যমেই শিখে ফেলবে, আলাদা বই থেকে কিংবা অবাস্তব অবস্থা থেকে মুখস্থ করতে হবে না। বাস্তব অবস্থায় যখন তারা শিখবে তার গুরুত্ব এবং তা ধরে রাখার ক্ষমতা থাকে দীর্ঘদিন।

ছাত্র-ছাত্রী বা শিক্ষক কেউ বলবে না যে, এগুলো পরীক্ষায় থাকবে না, কিংবা স্পোকেন ইংরেজির উপর পরীক্ষা হবে না, আমরা এগুলো কেন শিখব? তার সিলেবাসে লিখিত পরীক্ষার প্রাকটিস স্পোকেন ইংরেজির মাধ্যমেই করছে। ক্লাস হচ্ছে আনন্দময়, তারা অযথা সময় নষ্ট করবে না, দুষ্টুমি করবে না, বাইরে অযথা তাকাবে না আর ক্লাসও বোরিং মনে হবে না কারণ শিক্ষার্থী বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে।

প্রশ্ন হচেছ একজন শিক্ষক কিভাবে রপ্ত করবেন এসব ক্লসরুম ল্যাংগুয়েজ। এখানে ক্লাসরুম ল্যাংগুয়েজের কিছু উদাহরণ দেওয়া হলো। কোন নতুন পাঠ শুরু করার আগে বলবেন Dear students, open at page 30, have you opened it? You have opened? Fine, thank you. Now let us start our lesson. Well?

এভাবে চেক করবেন সাথে সাথে যাতে শিক্ষার্থীরা ল্যাংগুয়েজটি শিখতে পারে। নির্দিষ্ট পাঠ শেষ করে বই বন্ধ করতে বলবেন এভাবে Please close the book. I have closed the book, you? have you? শিক্ষার্থীদের দেখাবেন যে, আপনি বই বন্ধ করছেন। এভাবে আপনার সংস্পর্শে এসে আপনার ক্লাসে এসে আপনার উৎসাহে তারা স্পোকেন ইংরেজি অর্থাৎ ভাষা বাস্তবজীবনে ব্যবহার করার সুযোগ পাবে এবং শিখবে।

কোন পাঠ আর পড়াবেন না বা একটি নির্দিষ্ট স্থানে শেষ করতে চান তাহলে বলবেন Let us close the chapter here/should we go further? Can we stop it here? Yes or no? শিক্ষার্থীরা যখন উত্তর দিবে তাদের ধন্যবাদ দিন- a lot of thanks. বা Thank you.

স্পিকিং স্কিল ক্লাসে কেন প্রাকটিস করা হয় না? প্রথমত, স্পিকিংয়ের ওপর আভ্যন্তরীণ কিংবা জাতীয় পর্যায়ে কোন ধরনের পরীক্ষা গ্রহণ করা হয় না এবং কোন ধররেন নম্বর থাকে না। তাই শিক্ষক ও শিক্ষার্থী কেউই বিষয়টিতে কোন ধরনের আগ্রহ দেখায় না বা গুরুত্ব প্রদান করে না। দ্বিতীয়ত, স্পিকিং করার জন্য ভাষার ওপর যথেষ্ঠ দখল থাকতে হয়। মৌখিকভাবে ভাব-আদান প্রদানের জন্য ভাষায় যতটুকু দক্ষতা থাকা দরকার, ততটুকু দক্ষতা শিক্ষার্থীদের তো দূরের কথা শিক্ষকদেরই নেই। অতএব তারা স্পিকিং স্কীলে আগ্রহ প্রকাশ করে না। তৃতীয়ত, ক্লাসরুম ছাড়া তো ইংরেজিতে কথা বলার আর তেমন সুযোগ নেই এটি বাস্তব কারণেই।

কালচারাল বা সাংস্কৃতিক বাধা। আমাদের সংস্কৃতিতে বিশেষ করে গ্রামে এখনও ইংরেজিতে কিছু একটা বলতে শুরু করলে সহপাঠীসহ আশ-পাশের সবাই হাসাহাসি শুরু করে। ফলে, ইংরেজি বলতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে না। আরেকটি কারণ হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষক সবাই মনে করেন যে, ভুল ইংরেজি বললে সবাই সমালোচনা করবে, হাসাহাসি করবে তার চেয়ে না বলাই ভাল। এই না বলতে বলতে চর্চা একেবারই হচ্ছে না। আর ভাষা চর্চা না করলে তো আগাবে না। টুকটাক ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক শিক্ষক এবং শিক্ষার্থী ইংরেজি বলে না। এ অবস্থায় শিক্ষকে কী করতে হবে?

শিক্ষককে ক্লাসে ইংরেজি বলতে হবে। যেহেতু তার ইংরেজি বলার অভ্যাস নেই, তাই বাসায় তাকে পূর্ব থেকেই প্রাকটিস করতে হবে। শিক্ষক হয়ত মনে করতে পারেন যে, আমি যে বেতন পাই তাতে এত কষ্ট করার দরকার কী? আসলে এই পরিশ্রম বৃথা যাবে না একজন শিক্ষকের কারণ ইংরেজি বলায় পারদর্শিতা অর্জন করলে সেটি হবে আপনার নিজস্ব সম্পদ, এই সম্পদ কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। আপনার সংস্পর্শে এসে শিক্ষার্থীরাও ইংরেজি শিখবে, আপনার ক্লাসে আসার আগ্রহ প্রকাশ করবে।

লেখক পরিচিতি

মাছুম বিল্লাহ

মাছুম বিল্লাহ বাংলাদেশে ইংলিশ টিচার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে ক্যাডেট কলেজ ও রাজউক কলেজের শিক্ষক হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে বিশেষজ্ঞ হিসেবে। তিনি ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও কর্মরত রয়েছেন। তিনি নিয়মিত শিক্ষাবিষয়ে নানা প্রবন্ধ লিখছেন।

আরও পড়ুন

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে ইংরেজি শিক্ষা কার্যক্রম: সম্ভাবনার নতুন দ্বার

আসাদ-উজ-জামান লিখেছেন ইংরেজি শিক্ষা কার্যক্রম নিয়ে বিশ্বায়নের এ যুগে ইংরেজি শিক্ষার শিক্ষার কোনো বিকল্প...

রিডিং স্কিল বা পড়ার দক্ষতা কেন এবং কিভাবে বাড়াবেন?

বিভিন্ন উদ্দেশ্যে পড়া শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সাধারণভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য অত্যাবশ্যক। শিক্ষার্থীর...

মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বলার চর্চা

আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইংরেজি বলার চর্চা কতটা হচ্ছে- এ প্রশ্নের উত্তর অনেকটাই বড় ’না’...

সাধারণ জ্ঞানচর্চার মাধ্যমে কিভাবে ইংরেজি পড়াবেন?

আমরা যখন ভাষা শিখি কিংবা শিক্ষার্থীদের ক্লাসে শেখাই, পারিপার্শ্বিক বা আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া...

কোচিং সেন্টারগুলো কি ইংরেজি শেখাতে পারে ?

স্কুল ও কলেজে ইংরেজি ভাষা শেখানোর শিক্ষক নেই, ব্যতিক্রম ছাড়া। ভাষা শেখানোর মত প্রশিক্ষিত...

কীভাবে বাড়াবেন লেখার দক্ষতা

বাস্তব জীবনে আমাদের অনেক কিছু লিখতে হয় অফিসিয়াল কারণে, কোন ডকুমেন্ট রাখার নিমিত্তে এবং...

আগে ইংরেজি গ্রামার শিখবো, নাকি ভাষা শিখবো?

কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার উপর ভিত্তি করে ঐ ভাষায়...

সাইনবোর্ড ও শিশুর বানান শিক্ষা

একটি শিশু তার চারপাশের পরিবেশ থেকে শিক্ষা নিয়ে থাকে। সে যা দেখে তার সম্পর্কেই...