গাছতলা, টিনের চালা কিংবা বহুতলা: কেমন হওয়া দরকার প্রাথমিক বিদ্যালয়?

বিংশ শতাব্দীতে ফিরে তাকালে দেখি মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই প্রাথমিক বিদ্যালয়। যদিও সেখানে বিদ্যালয় পরিকাঠামোয় কিছুটা ভিন্নতা দেখা যায়, তথাপিও পরিবেশ ও পরিকল্পনায় পরিকাঠামোগত সাযুজ্যই থাকত বেশি (সাবের ও যুহাইরুজ, ২০১১)। তখনকার দিনে সেটাই ছিল আদর্শ। সময়ের সাথে সাথে বদলায় আদর্শ এবং আদর্শিক ভাবনা। আজ তাই মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পরিকল্পনায় দেখি বিস্তর ফারাক। আবার কেউ কেউ, মানে কোনো কোনো শিক্ষাবিদ তো শিক্ষার্থীদের একেবারে গাছতলায় নিয়ে ক্লাস করাতে চান! না আমাদের দেশে নয়, এসব ভাবনা ইট-কাঠ-পাথরের দেশের। আমাদের দেশে শিক্ষার্থী-শিক্ষক-সরকার সবাই গরীব; আর কোন ব্যাপারে কেমন কী তা না জানলেও শিক্ষার ব্যাপারে আমাদের মিতব্যয়িতার কথা বোধকরি বেশ প্রসিদ্ধ। তাইতো সারা বিশ্ব এ খাতে আমাদের সাহায্য দিতে দিতে কাহিল। যাই হোক, আমাদের শিশুরা প্রকৃতির কোলেই শেখে, প্রকৃতির মাঝেই কাটে তাদের শৈশব-কৈশোর-যৌবন-বার্ধক্য। তবুও যারা বিদ্যালয়গুলোকে ধরে ধরে কংক্রিটের কাঠামো বানিয়ে রোবট তৈরির কারখানা বানাতে চাচ্ছেন, তাদের সেই প্রচেষ্টা যাতে পরিবেশকেন্দ্রিক ও পরিবেশবান্ধব হয়, সে লক্ষ্যে ভাবছেন অনেকেই।

শিক্ষক শিশুদের দ্বিতীয় পিতা আর বিদ্যালয় শিশুদের দ্বিতীয় বাড়ি- সেকথা আজ বহুল প্রচলিত। বিশ্বপ্রেক্ষিতে দেখি, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা বেশ অনেকটা সময় থাকে; একেবারে সকাল থেকে বিকেল। কিন্তু আমাদের দেশীয় প্রেক্ষাপটে তেমনটি নয়। তবুও কিছু মৌলিক বিষয় বিশেষ করে বিদ্যালয়ের কাঠামোগত বিষয়াদি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে যাতে কোমলমতি শিশুরা বিদ্যালয়ে এসে আকাঙ্ক্ষিত পরিবেশে নিরাপদে থাকতে পারে। একই সাথে স্থাপত্যবিষয়ক বিশেষজ্ঞ মনোবিদগণ বিদ্যালয় অবকাঠামোসমূহের তুলনামূলক বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, স্থাপত্যরীতির সাথে শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের বিশেষ সম্পর্ক রয়েছে। বিদ্যালয় অবকাঠামো বিষয়ে কথা হলেই প্রথমেই যে কথাটি মাথায় আসে তা হলো আলো ও বাতাসের উপস্থিতি ও চলাচল নিয়ন্ত্রণ। সেজন্য পূর্ব-পশ্চিমে জানালাগুলো ছোট অথবা সংখ্যায় কম (চিত্র-১) হলেই ভালো হয়। তাতে সকাল ও বিকেলের রোদ পাওয়া যাবে। আবার বেশি রোদ এসে যেন আবহাওয়া কষ্টকর না হয়ে পড়ে তা মাথায় রাখতে হবে। বড় জানালাগুলো উত্তর-দক্ষিণ হলে বছরের সবসময়ই পর্যাপ্ত বায়ু চলাচলের সুযোগ থাকবে। কাঁচা বা আধা-পাকা বিদ্যালয় অবকাঠামোর ক্ষেত্রে জানালা ছাড়াও আলো-বাতাস ছাওনির ফাঁক দিয়ে চলাচল করে যা বিদ্যালয় অবকাঠামো পরিকল্পনার সময় খেয়াল রাখা দরকার। কাঁচা বা আধা-পাকা অবকাঠামোগুলোর চালা সাধারণত একদিকে বা উভয়দিকে ঢালু করা হয়। বিশেষ করে উপানুষ্ঠানিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে তা অধিক প্রযোজ্য। এসব ক্ষেত্রে সাবের ও যুহাইরুজ (২০১১) চিত্র-২-এর নকশাকে আদর্শ বলে উল্লেখ করেছেন।

পাশাপাশি দিনের আলো নিয়ন্ত্রণের জন্য সম্পূরক কোনো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বিদ্যালয় পরিকল্পনার সময় মাথায় রাখতে হবে যে, বিদ্যালয় তৈরির উপকরণ থাকে শুরু করে, অবকাঠামোর নকশা ও নির্মাণে যেন শিশুদের পরিচিত উপকরণ ব্যবহার করা যায়। তাতে শিশুরা পরিচিত পরিবে

শে অধিক নিরাপদ বোধ করবে যার ফলে শিখন হবে অনেক বেশি কার্যকর। শিশুদের মনোজগতের কল্পনা আর পরিবেশগত প্রভাব মিলে সংগোপনে তৈরি করবে তার প্রয়োগযোগ্য সৃজনশীলতা।

আবার বিদ্যালয়ের শব্দ নিয়ন্ত্রণ করাটাও খুব জরুরি। শব্দদূষণ শিশুর মনোজগতে ব্যাপক প্রভাব ফেলে। শিশুর ভবিষ্যৎ আচার-অভ্যাস নির্ধারণে এর প্রভাব সুগভীর। ইভান ও লেপোরে (১৯৯৩) সালের এক গবেষণায় দেখেন অধিক শব্দ শিশুর মনে রাখার ক্ষমতার ওপর ঋণাত্মক প্রভাব ফেলে। আবার সেচনিদার (২০০২) এক গবেষণায় দেখেন শিশুর অ্যাকাডেমিক অর্জনে শব্দমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে ভূমিকা রাখছে। বিশেষ করে ১২-১৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শব্দমাত্রা দারুণভাবে প্রভাব বিস্তার করে থাকে (ব্যারেত ও ঝিয়াং, ২০০৯)।

আবার একীভূত শিক্ষানীতি, পরিপার্শ্বিক পরিবেশ ও স্থানীয় সংস্কৃতি ইত্যাদি যথেষ্ট প্রভাব বিস্তার করে বিদ্যালয় পরিকল্পনা ও নকশা প্রণয়নে। তবে হুগটন ও সেইভেস্কি (২০০৯) মনে করেন, প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো পরিকল্পনায় আলো, শব্দ, তাপমাত্রা ও বায়ু চলাচল এই চারটি বিষয় বিবেচনা সবচেয়ে গুরুত্বের দাবি রাখে। প্রায় সব শিক্ষাবিদই মনে করে থাকেন, যথাযথ শিক্ষা উপযুক্ত উপায়ে পাওয়া সম্ভব কেবল প্রকৃতিঘেরা পরিবেশে। শিক্ষা পরিকল্পনাবিদরা বিশেষত বিদ্যালয় অবকাঠামো পরিকল্পনার সাথে যারা যুক্ত, তারা এ ব্যাপারে সচেতন হলেই সম্ভব আকাঙ্ক্ষিত মানসম্মত শিক্ষা।

নির্ঘণ্ট

Barrett, P. and Zhang, Y., 2009. “Optimal Learning Spaces Design Implications for Primary Schools”, SCRI Research Report Series, pp. 4-13.
Earthman, G.I., 2004. “Prioritization of 31 criteria for school building adequacy”, Baltimore,MD: American Civil Liberties Union Foundation of Maryland.
Egan, K., 1988. “Primary understanding: Education in early childhood”, Routledge New York.
Evans, G.W. and Lepore, S.J., 1993. “Non-auditory Effects”.
Houghton, J. and Syvitski, J.E.S.P., 2009. “Global warming: The complete briefing”,
Oceanography 22, pp. 270-278.
Saber, M. and Zuhairuse, M. D., 2011. Natural Elements in Primary School Design, European Journal of Social Sciences – Volume 24, Number 2, pp. 214-225
Schneider, M., 2002. “Do School Facilities Affect Academic Outcomes?”

জনপ্রিয় নিবন্ধ

প্রাথমিক স্তরে ভাষা শেখা : বিষয় – বাংলা

ভাষার দক্ষতা চারটি— শোনা, বলা, পড়া, লেখা। আর ভাষা...

আগে ইংরেজি গ্রামার শিখবো, নাকি ভাষা শিখবো?

কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার...

শিক্ষাব্যবস্থার হালচাল

অর্থনীতিবিদদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ রাষ্ট্রীয় বিনিয়োগ। অর্থনীতিবিদ এডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং মার্শালের মতে, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। শিক্ষার অর্থনীতি নিয়ে মৌলিক গবেষণায় অর্থনীতিবদ আর্থার শুল্জ ও রবার্ট সলো দেখিয়েছেন যে, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করলে সম্পদের সুফল ফেরত আসে ৩৫ শতাংশ, মাধ্যমিক শিক্ষায় ২০ শতাংশ, এবং উচ্চ শিক্ষায় ১১ শতাংশ।

আমেরিকায় উচ্চশিক্ষা : পিএইচডির পর কী?

আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে প্রচুর লেখালেখি হয়, আমি নিজেও এ-নিয়ে...

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা

ক্যাডেটসমূহ বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।...

আরও কিছু লেখা

অধিক

    শিক্ষাব্যবস্থা: আগামী সরকারের প্রতি একজন অভিভাবকের আবেদন

    শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে-জাতির শিক্ষাব্যবস্থা যত উন্নত, সেই জাতি...

    বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা: পর্ব ৫

    ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষাপ্রতিষ্ঠান অবাস্তব এবং অসম্ভব। এই...

    প্রবাসে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

    এনায়েতুর রহীম: আজ থেকে ২৫-৩০ বছর আগে আমরা যখন বিদ্যালয়ে পড়তাম, তখন একটি কথা প্রায়ই শুনতাম- ছোট হয়ে আসছে পৃথিবী। যার অর্থ, পৃথিবীর কোনোকিছুই মানুষের ধরাছোঁয়ার বাইরে নয়; মানুষ ঘরে বসেই জানতে পারছে পৃথিবীর কোথায় কী হচ্ছে। পঁচিশ বছর আগের কথাটি এখন আরও স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। পৃথিবী এখন আর ছোট হয়ে আসছে না, পৃথিবী ইতোমধ্যে ছোট হয়ে গিয়েছে। আগের চেয়ে অনেক সহজে পৃথিবীর এক প্রান্তের মানুষ প্রতি মুহূর্তে জানতে পারছে অন্য প্রান্তগুলোতে কী কী ঘটছে।

    বৈশ্বিক সংকটকালে বিশ্ব শিক্ষক দিবস পালন

    সারা পৃথিবীতে আজ বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। এবারের...

    শিক্ষা বনাম জ্ঞান: একটি মৌলিক বিবেচনা

    মুহাম্মাদ মিজানুর রশীদ শুব্র লিখেছেন শিক্ষা ও জ্ঞান প্রসঙ্গে শিক্ষা...

    শিক্ষা উদ্যান: অনন্য এক বিদ্যালয় মডেল

    কেমন হয় যদি বিদ্যালয় হয় একটি উদ্যান? যেখানে থাকবে...

    বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা: পর্ব ৬

    বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে অন্যান্য পাবলিক সংস্থা যেমন বিমান...

    শিশুদের প্রতিভার বিকাশ, দায়িত্ব আমাদেরই

    আয়েশা বিনতে ওসমান লিখেছেন শিশুদের প্রতিভার বিকাশ নিয়ে প্রতিটি শিশুর...

    প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

    নতুন লেখার খবর পান ইমেইলে
    বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।