বিশ্ব শিক্ষক দিবস: “শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লীর পতি সে তো কোন্ ছার”

১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনে গৃহিত সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য দেশে দেশে ৪ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়। আজ বিশ্ব শিক্ষক দিবস পালনে কবি কাজী কাদের নেওয়াজ (১৯০৯-১৯৮৩)-এর ‘শিক্ষকের মর্যাদা’ কবিতাটিই মনে এলো সবার আগে। সেখান থেকেই শিরোনামটি নিয়েছি।

কবিতাটি আমাদের সময় বিদ্যালয়ে পাঠ্য ছিলো। বাংলার শিক্ষক এটি পড়ানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়তেন। নিজের সামান্য বেতন ও সামাজিক অবস্থানের কথা ভেবে হয়তো মনে মনে বিচলিত বোধ করতেন। সমাজে শিক্ষকের চেয়ে কেরাননির কদর বেশি জেনেও যারা অনিচ্ছুক শিক্ষক হয়েছেন, তাদের তো কোনো প্রস্তুতি কিংবা প্রতিজ্ঞা নেই ‍শিক্ষক হবার। অথচ শিক্ষকতা এমন কোনো কাজ নয় যে জবরদস্তি করে করানো যায়। প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে যেকোনো দপ্তরে দাপ্তরিক নির্দেশমত কর্মসম্পাদন আর শিক্ষকতা কোনোমতেই এক নয়। উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করার শিক্ষা তিনিই দিতে পারেন, যাঁর উন্নত জীবনের স্বপ্ন আছে।

একবার একজন পরিচ্ছন্নতাকর্মীর প্রতি সম্মান দেখানোর বাড়াবাড়ি দেখে বিস্মিত হয়ে হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আমার এক শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম, কেনো তিনি এমনটি করেন? তিনি উত্তরে বলেছিলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেশের জন্য কী অবদান রাখছি তা গবেষণা করে বলতে হবে। কিন্তু একজন পরিচ্ছন্নতাকর্মীর অবদান খালি চোখেই দেখতে পাই। তাঁর জন্যই তো এই দেশটা এতো পরিচ্ছন্ন।”

একজন শিক্ষকের এই দৃষ্টিভঙ্গি জাপানিদের জাতি হিসেবে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কর্মীর হাতকে কীভাবে সম্মান দেখাতে হয়, তাও শিক্ষকের কাছেই শিখেছিলাম সেদিন। আমি সেদেশে একটি কিন্ডারগার্টেন স্কুলে ‘গ্লোবাল টিচার’ হিসেবে বছরখানেক কাজ করেছিলাম। কাজের শেষে স্কুলের প্রধানকে বললাম আমার কাজের প্রত্যয়ন দেবার জন্য। তিনি বললেন, “তুমি যে ক্লাসে নিয়োজিত ছিলে, সে ক্লাসের ক্লাসটিচারই তোমাকে প্রত্যয়ন দিতে পারেন, আর কেউ নয়।” অর্থাৎ শিক্ষকদের প্রতি তাঁদের আস্থার জায়গাটা কেমন, সেটি তিনি বুঝিয়ে দিয়েছিলেন। জাপানে স্কুল-শিক্ষক হবার প্রক্রিয়ার মধ্যে এমন একটি ব্যাপার আছে যে সেখানে সামান্য স্খলন সহনীয় নয় মোটেও!

এ-বছর নতুন শিক্ষাক্রমের রূপরেখা হয়েছে। সে রূপরেখা নিয়ে ক’দিন বিস্তর কথকতা ও লেখালেখি চলছে। আমরা শিক্ষার মান্নোনয়ন চাই। আমরা শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে চাই। ২০৪১ সালে আমরা উন্নত দেশ হবো, তাই আমরা শিক্ষাকে উন্নত দেশের আদলে ঢেলে সাজাতে চাই। বর্তমান বছরটি মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, কোভিড-১৯ মহামারীসহ নানা কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে এখনই।

এবার তাই একটু শিক্ষকের মর্যাদা প্রসঙ্গে যাওয়া যাক। এদেশে এখনো আমরা শ্রদ্ধাভরে যাঁদেরকে ‘স্যার’ সম্বোধন করি, সেই শিক্ষকবৃন্দও বোধ হয় এখন আর ‘স্যার’ ডাক শুনে স্বস্তি পান না স্যার ডাকাডাকির জবরদস্তি দেখে। অথচ কদিন আগে স্বয়ং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, “সরকারি সেবা নিতে আসা জনসাধারণকে প্রশাসনের কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে হবে, এমন কোনো নীতি নেই।”

তাহলে নীতিবহির্ভূতভাবেই স্যার/ম্যাডাম ডাকা চলছে খুব কায়দা করে? এমনকি কেউ কেউ স্যার ডাক শুনতে না পাওয়ার ক্ষোভে সেবাপ্রার্থীকে অপদস্ত করতেও ছাড়ছেন না! প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মচারিগণ জনগণের সেবক। অর্থাৎ জনগণের সেবা দেওয়ার জন্যই তো জনগণ তাদের বেতনাদি পরিশোধের নিমিত্তে রাষ্ট্রকে টাকা যোগায়। সেবক কেমন করে স্যার হয়ে গেলেন? বরং, উল্টোটিই তো হবার কথা যেমনটি সচরাচর উন্নত দেশে দেখেছি।

আমরাও তো উন্নত হবার পথে এগোচ্ছি। সদ্য স্বাধীন দেশের গণকর্মচারির আচরণ কেমন হবে, তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন তখনই। সরকারি চাকরিজীবিদের উদ্দেশ্যে তিনি এক ভাষণে বলেন, “আমি সরকারি কর্মচারিদের বলবো, মনে রেখো; এটা স্বাধীন দেশ। ব্রিটিশ কলোনি নয়। পাকিস্তান কলোনি নয়। সাধারণ মানুষের মুখের দিকে একটু ভালোভাবে চেয়ে দেখো; তার চেহারাটা তোমার বাবার মত কিংবা ভাইয়ের মত। তারাই এদেশে বেশি সম্মান পাবে।”

আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও কেনো গণকর্মচারিগণ স্যার ডাক শোনার জন্য ব্যাকুল? অথচ স্বতঃস্ফূর্ত ‘স্যার’ ডাক কেবল শিক্ষকের জন্যই। রাষ্ট্র অন্তত এই সম্মানটুকু শিক্ষকগণকে দিতে পারে, সবার চেয়ে বেশি বেতন দিতে যদি না-ই পারে। জার্মানিতে শিক্ষকদের বেতন সবার চেয়ে বেশি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে একবার তাঁর দেশের বিচারক, ডাক্তার, প্রকৌশলীরা শিক্ষকদের সমান বেতন দাবি করলে তিনি তা প্রত্যাখান করেছিলেন। বলেছিলেন, “How can I compare you to those who taught you?”

সমাজ ও রাষ্ট্রে শিক্ষকের অবদানকে বঙ্গবন্ধুও বারবার অকুন্ঠচিত্তে উচ্চারণ করে গেছেন তাঁর ভাষণে। শিক্ষকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন, “আগামী প্রজন্মের ভাগ্য শিক্ষকদের উপর নির্ভর করছে। শিশুদের যথাযথ শিক্ষার ব্যত্যয় ঘটলে কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হবে।”

প্রশ্ন হলো, সকল শিক্ষক কি সেই সম্মানের যোগ্য? যোগ্য যদি না হন, তবে তাকে যোগ্য করে তোলার উদ্যোগ নিতে হবে। অন্যথায় অযোগ্য শিক্ষকের কাছে যোগ্য আগামী প্রজন্ম আশা করা বৃথা। কীভাবে যোগ্য শিক্ষক আমরা পেতে পারি, তা নিয়ে বিস্তর পরামর্শ শিক্ষাবিদগণ দিয়েছেন। আমি সে প্রসঙ্গে আজ যাবো না। শুধু বলবো, যে শিক্ষককে আমরা সম্মান করতে পারব না তাঁর কাছে আমাদের সন্তানকে শিখতে পাঠাবার মতো বিরুদ্ধাচার যেনো না করি।

ইদানিং প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে নানা লেখা দেখি। যেমন, “১. আমরা লেখাপড়া করি ভালো মানুষ হবার জন্য। ২. আমরা লেখাপড়া করাই ভালো মানুষ গড়ার জন্য।” কেবল দেওয়ালের লেখা দিয়ে যে কিছু বদলাবে না, তা তো আমরা দেখতেই পাচ্ছি। শিশুর সামনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ‘রোল মডেল’। সুতরাং শিশুকে ভালো মানুষ হবার শিক্ষা দিতে হলে ভালো শিক্ষকের বিকল্প নেই।

আমি বলতে চাই, আমাদের রাষ্ট্রাচারে শিক্ষকের সম্মানের জায়গাটি স্পষ্ট করা হোক। যোগ্যতার বিচার না করেই যদি কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় তবুও তিনি শিক্ষক! তাই শিক্ষককে আগে সম্মান দিতে হবে। এরপরও যদি কোনো শিক্ষককে সম্মানের যোগ্য বলে মেনে নিতে আপত্তি ওঠে, তবে তাঁকে বিচারের আওতায় আনতে হবে। বলে রাখা ভালো, আমি মূলত প্রাথমিক স্তরের শিক্ষকদের কথাই জোর দিয়ে বলছি। কেনোনা, বড় মানুষ হবার ভিত্তি তো প্রাথমিক শিক্ষাই।

বর্তমান সময়ে শিক্ষকগণের ওপর অশিক্ষকের জবরদস্তি কোন পর্যায়ে পৌঁছেছে, তা একজন নিষ্ঠাবান প্রাথমিক শিক্ষকের ফেইসবুক স্ট্যাটাস থেকে বেশ অনুমান করা যায়। নিরাপত্তার স্বার্থে লেখাটিতে লেখক রূপকের আশ্রয় নিয়েছেন।

লেখাটি হুবহু তুলে ধরছি, “রাস্তাঘাট দীর্ঘদিন খারাপ থাকায় চৌধুরী সাহেবের গাড়িগুলোও সেই থেকে গ্যারেজে ফেলে রাখা। ওগুলোর বিভিন্ন যন্ত্রাংশে মরিচা পড়ে অচলপ্রায় অবস্থা। রাস্তাঘাট মেরামত হয়েছে। গাড়ি মেরামতের জন্য নির্ধারিত মিস্ত্রিদের হুকুম দেওয়া হলো, দ্রুত মেরামত করে গাড়িগুলো চলার উপযোগী করার। মিস্ত্রিরাও খুশি। গাড়ি না চললে ওদেরও কষ্ট হয়, ভালো লাগে না। গাড়িগুলো যেন ওদের হৃদয়েরই একটা অংশ। সবাই গ্যারেজে হাজির হলো। মন দিয়ে কাজ করা শুরু করল। সমস্যা হবে না। কারণ, তারা জানে কোন যন্ত্রাংশ কীভাবে মেরামত করলে দ্রুত চলার উপযোগী হয়। কিন্তু চৌধুরী সাহেব বেশ চিন্তিত। তিনি বরাবরই মেরামতের সময়ে পাশে থেকে মিস্ত্রিদের পরামর্শ দেন। মিস্ত্রিরাও সেভাবে করে এবং ভালো ফল পাওয়া যায়।

তবে এবার যেন মিস্ত্রিদের উপর ভরসা করতে পারছেন না চৌধুরী সাহেব। তিনি মিস্ত্রিদের কাজে লাগিয়ে দিয়ে দেশ-বিদেশের ইঞ্জিনিয়ারদের কাছ থেকে মেরামতের জন্য ফর্মুলার পর ফর্মুলা এনে দিতে থাকলেন তাদের কাছে। মিস্ত্রিরা খুব ওবিডিয়েন্ট। তারাও দিনরাত পরিশ্রম করে সেই ফর্মুলা অনুযায়ী কাজ করতে থাকল।

কিন্তু সমস্যা হলো একটাই। নানান ইঞ্জিনিয়ারের নানাবিধ ফর্মুলা মোতাবেক কাজ করতে যেয়ে মিস্ত্রিরা খেই হারিয়ে ফেলতে থাকল এবং মূল মেরামতের কাজে বেশ বিঘ্ন সৃষ্টি হলো। যেমন: একটি নাট খুলে পুনরায় লাগাতে হবে। এই কাজটি মিস্ত্রি ভালোভাবে করতে পারত। তবে তাকে করতে হবে ফর্মুলা অনুযায়ী।

অর্থাৎ, তাকে হয়তো বলা হলো প্রথমে নাটটি খোলার পূর্ব প্রস্তুতি হিসাবে নাটে তেল মাখিয়ে রাখতে হবে। কোন কোম্পানির তেল কতটুকু মাখাতে হবে, কত সময় অন্তর মাখাতে হবে, কত সময় মাখিয়ে রাখার পর সেটা খোলা শুরু করতে হবে, খুলে যাবার পর নাটটি কোন হাতে ধরতে হবে, কীসের উপর রাখতে হবে, কীভাবে নাটটি পরিষ্কার করতে হবে, কত পর আবার সেটা লাগাতে হবে, ইত্যাদি ঠিক ফর্মুলা অনুযায়ী করতে হবে। এবং যা যা সে করবে সব ফর্মুলায় উল্লেখ্য ছক মোতাবেক অবিকল লিখে রাখতে হবে।

সেটা আবার ওই ইঞ্জিনিয়ারগণ ভিজিট করবেন। ফর্মুলা অনুযায়ী যেন চলা হয় সে কথা কঠিন করে বলেও দিয়েছেন চৌধুরী সাহেব। মিস্ত্রিরা এখন তটস্থ ফর্মুলা বাস্তবায়নের ভিজিটাতঙ্কে। তারা নিশ্চিত যে, এতো ফর্মুলার চাপ না দিয়ে পাশে থেকে পূর্বের ন্যায় একটু পরামর্শ দিলেই এর চেয়ে ভালো ফল পাওয়া যেত। যাই হোক, এই গাড়িগুলোর সাথে মিস্ত্রিদের নিবিড় সম্পর্ক। তারা আশাবাদী যে, যত কষ্টই হোক ফর্মুলার কষ্ট বুকে চেপে রেখে আন্তরিকতার সাথে পরিশ্রম করে গাড়িগুলোকে তারা মেরামত করে চলার উপযোগী করে তুলবে ইন শা আল্লাহ।”

এবার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বক্তব্য দিয়ে শেষ করবো। শিক্ষাবিজ্ঞানের একজন নবীন শিক্ষক লিখেছেন, “ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা যোগ্য শিক্ষকের সংকটে পড়বে। এ সংকট উত্তরণে প্রযুক্তি আংশিক সহযোগিতা করলেও, দিনশেষে যেসকল দেশ শিক্ষকের দক্ষতা উন্নয়ন, আর্থসামাজিক নিরাপত্তা, স্বাধীনতা ও সম্মানের বিষয়ে যত্নশীল হবে তারাই মানসম্মত শিক্ষার দৌড়ে এগিয়ে থাকবে।”

লেখক পরিচিতি

জগজ্জীবন বিশ্বাস

জগজ্জীবন বিশ্বাস খুলনা সদর থানা রিসোর্স সেন্টারে ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। জাপান থেকে পিজিডি ইন টিচার ট্রেনিং ও ইউকে থেকে এমএ ইন এডুকেশন সম্পন্ন করেছেন।

জনপ্রিয় নিবন্ধ

প্রাথমিক স্তরে ভাষা শেখা : বিষয় – বাংলা

ভাষার দক্ষতা চারটি— শোনা, বলা, পড়া, লেখা। আর ভাষা...

আগে ইংরেজি গ্রামার শিখবো, নাকি ভাষা শিখবো?

কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার...

শিক্ষাব্যবস্থার হালচাল

অর্থনীতিবিদদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ রাষ্ট্রীয় বিনিয়োগ। অর্থনীতিবিদ এডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং মার্শালের মতে, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। শিক্ষার অর্থনীতি নিয়ে মৌলিক গবেষণায় অর্থনীতিবদ আর্থার শুল্জ ও রবার্ট সলো দেখিয়েছেন যে, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করলে সম্পদের সুফল ফেরত আসে ৩৫ শতাংশ, মাধ্যমিক শিক্ষায় ২০ শতাংশ, এবং উচ্চ শিক্ষায় ১১ শতাংশ।

আমেরিকায় উচ্চশিক্ষা : পিএইচডির পর কী?

আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে প্রচুর লেখালেখি হয়, আমি নিজেও এ-নিয়ে...

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা

ক্যাডেটসমূহ বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।...

আরও কিছু লেখা

অধিক

    ডাচ শিক্ষাব্যবস্থা : ভবিষ্যতের পথরেখা

    ডাচ শিক্ষাব্যবস্থা বিদ্যালয়-কর্তৃপক্ষ অষ্টম শ্রেণিতে ওঠার পর সব শিক্ষার্থীকে...

    মানসম্মত ও টেকসই শিক্ষা উন্নয়ন

    শিক্ষা এই উন্নয়নকে ত্বরান্বিত ও টেকসই করতে পারে তখনি যখন শিক্ষা নারী ও পুরুষ উভয়ের জন্য নিশ্চিত করা হবে, একই সাথে উচ্চ শিক্ষিত ও নিম্ন শিক্ষিত মানুষদের মধ্যে ফারাক কমিয়ে আনা হবে। তবে শিক্ষা অর্জনের ধরন আর প্রদানের ধরনে পরিবর্তন আনতে হবে। পাঠ্য বইয়ের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সমন্বয় করতে হবে।

    গবেষণার নৈতিকতা বা এথিক্স

    (গবেষণার নৈতিকতা ব্যাপারে দুঃখজনকভাবে বাংলাদেশে তেমন বেশি শেখানো হয়...

    শিশুদের কি বাড়ির কাজ দেওয়া উচিত?

    বাড়ির কাজ দেওয়াটা যেন আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ...

    প্রশ্নপত্র ক্রয়ে বাধানিষেধ ও সৃজনশীলতা

    পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে শিক্ষকদের সঙ্কট প্রকট। পরিস্থিতি এমন যে, এসএসসির প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার প্রশ্ন পর্যন্ত বোর্ড থেকে করে দিতে হয়েছে কারণ অনেক স্কুল তা করতে পারেনি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা, শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করার প্রচেষ্টা গ্রহণ করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব সরকারকে কঠোরভাবে পালন করতে হবে। কোনো ধরনের তদবির বা নিয়ম-বহির্ভূত কাজ করা যাবে না। এসব কারণেই শিক্ষকতা পেশার এই হাল হয়েছে। এ পেশার করুণ দশার জন্য আমরা কাকে দোষারোপ করব? শিক্ষকদের? না আমাদের ব্যবস্থাকে?

    ইংরেজি মাধ্যম এবং আন্তর্জাতিক ইংরেজি মাধ্যম স্কুলের লেখাপড়া

    ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা জাস্টিন বুইবেন বা অ্যাকর্ন-এর গান শোনে, তারা রুনালায়লা, সাবিনা ইয়াসমিন এবং লালনগীতি জানে না, জানে না মমতাজ কে। ইংরেজি মাধ্যমের একটি ছেলে বা মেয়েকে শুধুমাত্র ইংরেজি বলতে পারা এবং উপস্থাপন দক্ষতা ছাড়া প্রশংসা করার মতো তেমন আর কিছু নেই। তারপরও তারা যে শুদ্ধ ইংরেজি বলছে তা কিন্তু নয়। তারা আমাদের নিজস্ব কালচার সম্পর্কে অজ্ঞ, আমাদের সংস্কৃতিতে বিশ্বাস করে না বা শ্রদ্ধা দেখায় না। শিক্ষার যে মূল উদ্দেশ্য তা কিন্ত এখানে হচ্ছে না।

    একাদশ শ্রেণিতে ভর্তি: পছন্দসই কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা?

    এসএসসি বা সমমান পর্যায়ে কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এখন একাদশ...

    চাই পেশাজীবিদের জন্য অব্যাহত শিক্ষা

    আমার বাবা একজন ডাক্তার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা...

    প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

    নতুন লেখার খবর পান ইমেইলে
    বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।