বাড়িবিদেশে শিক্ষাসহজ ভাষার জয়জয়কার

সহজ ভাষার জয়জয়কার

উপমহাদেশের দেশগুলোতে ঐতিহাসিক কারণে জটিল ভিক্টোরিয়ান ইংরেজির কদরটা খুব বেশি। কে কতো জটিল করে লিখতে পারে, তার ইংরেজির দখল ততো বেশি ধরা হয়। মনে আছে, স্কুলে সেই নোটকেই সেরা ধরা হতো, বেশি নম্বর দেয়া হতো, যেখানে জটিল সব শব্দ ব্যবহার করা হতো। আর প্রতিটি বাক্য হতো লম্বা, সুদীর্ঘ, তালগাছের চাইতেও বেশি, বটগাছ আকারের, পুরা এক প্যারা জুড়ে থাকতো সেইসব বাক্য।

বড় একটা ধাক্কা খেলাম নিজে পিএইচডি করতে এসে। শুরুতেই দেখলাম, অভ্যাসবশত আমি কথাও বলি ওই স্টাইলে। মানে প্রতিটা বাক্য বেশ লম্বা, একাধিক clause দেয়া, আর বাক্য শেষ করতে আধা মিনিট লাগে। ধাক্কাটা খেলাম, কারণ হঠাৎ আবিষ্কার করলাম, আমার বিদেশি ইংরেজিভাষী শ্রোতারা প্রায় সবাইই খেই হারিয়ে ফেলে, ভেঙে ভেঙে না বললে তারা বুঝতে পারে না কিছুই।

ব্যাপারটা তাহলে কী? আসলে আমি যেভাবে লম্বা লম্বা বাক্য লিখতে শিখেছিলাম, কথা বলার সময়েও সেভাবেই বলছিলাম, আর সেই তালগাছি বাক্যের চোটে শ্রোতারা হয়ে পড়ছিলো হতভম্ব। লেখার ক্ষেত্রেও একই ব্যাপার। আধুনিক ইংরেজিতে বিশেষ করে টেকনিকাল বিষয়ে লেখার ক্ষেত্রে দীর্ঘ বাক্য লেখাটা একেবারেই প্রথাবিরুদ্ধ। কারণ ছোট ছোট করে লেখা বাক্য পাঠকের পড়তে ও বুঝতে অনেক সুবিধা হয়।

এই কথাটা আবারও বলতে চাচ্ছি, কারণ মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পার্সোনাল স্টেইটমেন্ট পড়তে গেলেই দীর্ঘ তালগাছি বাক্য কিংবা বিদঘুটে অপ্রচলিত শব্দের অত্যাচারের মুখে হয় পড়তে। ভর্তির অন্যান্য ডকুমেন্টের সাথে ১ বা ২ পাতার একটি স্টেইটমেন্টে লিখতে হয় আবেদনকারী কেনো উচ্চশিক্ষায় আগ্রহী। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের শিক্ষার্থীরা দুইটা বড় ভুল করে থাকে। প্রথমত, দীর্ঘ দীর্ঘ ভিক্টোরিয়ান স্টাইলে লেখা বাক্য লিখে ভরিয়ে ফেলে, যার মাঝামাঝি আসতে আসতে শুরুতে কী বলা হয়েছে, তার খেই হারিয়ে ফেলে পাঠক। একটা উদাহরণ দেই-

I currently work as a software engineer at a local software company where I am working on many new projects in which I have successfully applied my knowledge of new programming techniques and I should mention that this experience will be valuable when I get myself admitted in graduate school because I will be able to apply the same techniques in solving problems for my thesis.

এটা কাল্পনিক উদাহরণ (কারণ কারো SOP জনসমক্ষে প্রকাশ করবো না), তবে এরকম বড় বাক্য অনেকেই লিখে। পড়তে গেলে দেখবেন, আগা থেকে গোড়ার দিকে যেতে গেলে খেই হারিয়ে ফেলার দশা হয়।

অথচ এই বাক্যটাকেই খুব সহজে ভেঙে ফেলা যায় এভাবে-

I currently work as a software engineer at a local software company. Here, I am working on many new projects in which I have successfully applied my knowledge of new programming techniques. I should mention that this experience will be valuable when I get myself admitted in graduate school. That is because I will be able to apply the same techniques in solving problems for my thesis.

এবারে পড়ে দেখুন, উপরের বটগাছি বাক্যটিকে ৪টি বাক্যে ভাগ করে দেয়া হয়েছে। পড়তে ও বুঝতে অনেক সুবিধা, আর বিশেষ করে বিদেশি ইংরেজিভাষীদের জন্য এই বাক্যরীতিটাই সহজ, কারণ তারা ছোট ছোট বাক্য লিখে ও পড়ে অভ্যস্ত।

দ্বিতীয় যে ভুলটা করে, খুবই বিরক্তিকর ব্যাপার, সেটা হলো GRE পড়তে গিয়ে যেসব বিদঘুটে শব্দ শিখেছে, সেগুলা উগরে দেয়া। এটা আরেকটা খুবই কমন কাজ। ভাবখানা এমন যে, এই শব্দটি জানে তা দেখলে সবাই খুব চমৎকৃত হয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন, বাংলাতে যদি কেউ এসে আপনাকে বলে এরকম কিছু?

“হে বৎস, অদ্য তোমাদিগের বাটিতে গমন করিয়া দেখিলাম, একজন প্রোষিতভর্তৃকা দূরালাপনীতে কথোপকথন করছেন, আর গবাক্ষ এর মধ্য দিয়া বাহিরের বটবৃক্ষ আর পার্শ্বের ফল্গুধারা প্রবাহিত হইতে দেখিতেছি”?

এরকম বাক্যের শব্দগুলার মানে বের করতে হলে পাঠককে অভিধান নিয়ে বসতে হবে, আর মেজাজটাও যাবে খিচড়ে।

ইংরেজিতে এরকম বিদঘুটে প্রচুর শব্দ আছে, যার ব্যবহার কেবল GRE পরীক্ষাতেই হয়, বাস্তব জীবনে এগুলার কোনো ব্যবহার নাই বললেই চলে। একটা উদাহরণ দেই-

The obfuscation in area X and area y appear to be extreme, many people have considered it to be anathema and the areas really abut upon a single connecting objective pioneering tomorrow’s Internet.

(উদাহরণটা কাল্পনিক, কিন্তু বেশ কিছু স্টেইটমেন্টএ obfuscation, anathema, “abut upon” এরকম অপ্রচলিত “প্রোষিতভর্তৃকা” মার্কা ইংরেজি ব্যবহার হতে দেখেছি)।

বলাই বাহুল্য, এরকম দুর্বোধ্য শব্দ চোখে পড়লে পাঠকের মনে সমীহের বদলে রাগের উদ্রেক হওয়ার সম্ভাবনাই বেশি।

কাজেই সহজে লিখুন, সাধাসিধা ভাবে, কারণ সাধাসিধা কথার জয় সর্বত্র, সহজ ভাষা দিয়েই বোঝাতে পারেন আপনার মনের কথা খুব কার্যকরভাবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ … আপনাকে তো ভর্তি কমিটির কেউ দেখবেনা, দেখবে আপনার লেখা শব্দগুলাকে। তালগাছি বাক্য, আর দুর্বোধ্য শব্দ দিয়ে কাউকে কখনোই মুগ্ধ করতে পারবেন না, বরং সহজ ভাষায় ছোট্ট ছোট্ট শব্দেই অনেক ভালো করে বলতে পারেন ভবিষ্যতের সব পরিকল্পনা, বুনতে পারেন আপনার স্বপ্নের কথা।

জয় হোক সহজ ভাষার।

লেখক পরিচিতি

রাগিব হাসান

ড. রাগিব হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের দ্যা ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহাম-এ অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশের শিক্ষার নানা প্রসঙ্গ নিয়ে নিয়মিত লেখালেখি করছেন।

আরও পড়ুন

ওমর শেহাবের ‘নতুন শিক্ষাক্রমে দুটি বড় ভুল’ : একটি ‘ব্যক্তিগত’ প্রতিক্রিয়া

ওমর শেহাব জানিয়েছেন, তিনি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সম্প্রতি তিনি প্রথম আলোয় ‘নতুন শিক্ষাক্রমে...

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

শিক্ষার দায়ভার কার?

দেশে বসে শিক্ষা নিয়ে উচ্চশিক্ষার পথে আরেকটু অগ্রসর হওয়ার কথা আমার মতো অনেকের কাছেই...

প্রবাসে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

এনায়েতুর রহীম: আজ থেকে ২৫-৩০ বছর আগে আমরা যখন বিদ্যালয়ে পড়তাম, তখন একটি কথা প্রায়ই শুনতাম- ছোট হয়ে আসছে পৃথিবী। যার অর্থ, পৃথিবীর কোনোকিছুই মানুষের ধরাছোঁয়ার বাইরে নয়; মানুষ ঘরে বসেই জানতে পারছে পৃথিবীর কোথায় কী হচ্ছে। পঁচিশ বছর আগের কথাটি এখন আরও স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। পৃথিবী এখন আর ছোট হয়ে আসছে না, পৃথিবী ইতোমধ্যে ছোট হয়ে গিয়েছে। আগের চেয়ে অনেক সহজে পৃথিবীর এক প্রান্তের মানুষ প্রতি মুহূর্তে জানতে পারছে অন্য প্রান্তগুলোতে কী কী ঘটছে।

যোগ্য শিক্ষার্থীরা ব্রিটেনে পড়ালেখার সুযোগ পাবে আবারও

আমাদের দেশ থেকে যেসব ছাত্রছাত্রী ব্রিটেনে পড়াশুনা করতে যায় তারা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত ও বিত্তবান পরিবারের সন্তান। ব্রিটেনে যাওয়ার তাদের সাধারণত দুটি উদ্দেশ্য থাকে। একটি হচ্ছে স্থায়ীভাবে ব্রিটেন থেকে যাওয়া বা ইউরোপের অন্য কোনো দেশে বা আমেরিকায় পাড়ি জমানোর চেষ্টা করা ।

যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা: রেকমেন্ডেশন লেটার নিয়ে বিভ্রান্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ভর্তির আবেদনের অপরিহার্য অংশ হলো রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র।...

প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করে বিদেশী বিশ্ববিদ্যালয় আসতে দিন

উক্ত শিরোনামে জনাব আবু আহমদ স্যারের একটি লেখা দৈনিক কালের কন্ঠে ১৩ ফেব্রুয়ারী ২০১২...

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: প্রফেসরদের ইমেইল করবেন কীভাবে?

ফান্ডিং পাওয়া নিয়ে আগের পর্বে লিখেছিলাম। ফেলোশিপ বা টিচিং অ্যাসিস্টান্টশিপ ছাড়া ফান্ডের অন্য উৎস...

যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা: ফান্ডিং-এর সোনার হরিণ

উচ্চ শিক্ষার খরচ যুক্তরাষ্ট্রে বেশ বেশি, কাজেই নিতান্ত উচ্চবিত্ত ছাড়া নিজের পয়সায় পড়াটা কঠিন।...

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা – পিএইচডি নাকি মাস্টার্স

মার্কিন অনেক বিশ্ববিদ্যালয়ে ডাইরেক্ট পিএইচডি করার সুযোগ আছে। অর্থাৎ, বিএসসি ডিগ্রিধারীরা সরাসরি পিএইচডি প্রোগ্রামে...