শুদ্ধস্বর প্রকাশনা থেকে বইমেলায় বেরিয়েছে “বাংলাদেশের শিক্ষা : সমসাময়িক ভাবনা”

বাংলাদেশের শিক্ষা: সমসাময়িক ভাবনা
বাংলাদেশের শিক্ষা: সমসাময়িক ভাবনা

এবারের একুশের বইমেলায় শুদ্ধস্বর প্রকাশনা সংস্থা থেকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে “বাংলাদেশের শিক্ষা: সমসাময়িক ভাবনা” নামক বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে মোট ১৬ জন লেখকের ২২ টি প্রবন্ধ রয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক গৌতম রায় ।

প্রবন্ধগুলোর অধিকাংশই শিক্ষা বিষয়ক প্রবন্ধের ওয়েবসাইট বাংলাদেশের শিক্ষাতে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সময়ে। পরবর্তীতে সেগুলো পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ প্রকাশিত হয় বইটিতে। কিছু প্রবন্ধ জাতীয় পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল আগে। প্রাবন্ধিকরা সকলেই তরুণ কিংবা তারুণ্যের শেষ প্রান্তে। তরুণ প্রজন্মের প্রতিনিধিগণ বাংলাদেরশের শিক্ষাব্যবস্থা নিয়ে কী ভাবেন, কী রকম শিক্ষাব্যবস্থা দেখতে চান তার বহিঃপ্রকাশই ঘটেছে বইটিতে। এর পাশাপাশি আমাদের দেশের শিক্ষাব্যবস্থার নানা সমস্যা ও তার সম্ভাব্য সমাধানের পথও খুঁজেছেন তরুণ প্রাবন্ধিকগণ। ২০১০-এর শিক্ষানীতি, দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, শিক্ষাখাতে অর্থায়ন, নারী শিক্ষা, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা, ইংরেজি মাধ্যমের শিক্ষা, শিক্ষাখাতে দুর্নীতি থেকে শুরু করে বইটিতে উচ্চশিক্ষার বিভিন্ন দিক, শিক্ষকতা পেশা এমনকি শিক্ষাবিজ্ঞান নিয়ে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ, দেশের শিক্ষাকাঠামোর প্রায় প্রতিটি দিকই প্রতিফলিত হয়েছে বাংলাদেশের শিক্ষা : সমসাময়িক ভাবনা গ্রন্থে।

শিক্ষা সেক্টরে যারা কাজ করছেন, দেশের শিক্ষা নিয়ে যারা ভাবেন কিংবা শিক্ষা নিয়ে যারা পড়াশুনা করছেন তাদের জন্য বইটি জরুরি মনে হয়েছে। বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা বা শিক্ষার অবস্থা নিয়ে চিন্তিত নাগরিকেরা বইটিতে নিরপেক্ষ কিছু মতামত পাবেন বলে আশা রাখি। বইটিতে যারা লিখেছেন তাদের সিংহভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাবেক শিক্ষার্থী। বর্তমানে তাঁরা দেশের শিক্ষা সেক্টরের বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন। আইইআরের শিক্ষার্থী নন কিন্তু শিক্ষকতা ও শিক্ষা নিয়ে কাজ করছেন এমন ক’জন প্রখ্যাত ব্যক্তিও লিখেছেন বইটিতে। সামহোয়ার ইন ব্লগের শ্রদ্ধেয় ব্লগার ড. রাগিব হাসানেরও একটি লেখা রয়েছে। আরো লিখেছেন ব্র্যাক শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার জনাব মাছুম বিল্লাহ।

একুশের বইমেলায় শুদ্ধস্বরের স্টলে বাংলাদেশের শিক্ষা : সমসাময়িক ভাবনা বইটি পাওয়া যাচ্ছে। ১২০ পৃষ্ঠার বইটির গায়ে দাম লেখা আছে ২৪০ টাকা। ডিসকাউন্টসহ বইটি ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। বইমেলা শেষ হয়ে যাওয়ার পরেও কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে শুদ্ধস্বর প্রকাশনার নিজস্ব দোকানে বইটি পাওয়া যাবে। ঘরে বসে রকমারি ডট কমের মাধ্যমেও বইটি পেতে পারেন আপনারা।

জনপ্রিয় নিবন্ধ

প্রাথমিক স্তরে ভাষা শেখা : বিষয় – বাংলা

ভাষার দক্ষতা চারটি— শোনা, বলা, পড়া, লেখা। আর ভাষা...

আগে ইংরেজি গ্রামার শিখবো, নাকি ভাষা শিখবো?

কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার...

শিক্ষাব্যবস্থার হালচাল

অর্থনীতিবিদদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ রাষ্ট্রীয় বিনিয়োগ। অর্থনীতিবিদ এডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং মার্শালের মতে, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। শিক্ষার অর্থনীতি নিয়ে মৌলিক গবেষণায় অর্থনীতিবদ আর্থার শুল্জ ও রবার্ট সলো দেখিয়েছেন যে, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করলে সম্পদের সুফল ফেরত আসে ৩৫ শতাংশ, মাধ্যমিক শিক্ষায় ২০ শতাংশ, এবং উচ্চ শিক্ষায় ১১ শতাংশ।

আমেরিকায় উচ্চশিক্ষা : পিএইচডির পর কী?

আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে প্রচুর লেখালেখি হয়, আমি নিজেও এ-নিয়ে...

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা

ক্যাডেটসমূহ বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।...

আরও কিছু লেখা

অধিক

    স্বপ্ন ও বাস্তবতা : টানাপোড়েনে শিক্ষকতা

    স্নাতক সম্মানের স্বার্থে আমাকে প্রায় পাঁচ মাস শিক্ষকতা করতে...

    একাডেমিক স্বাধীনতা

    একাডেমিক স্বাধীনতা কী? একাডেমিক স্বাধীনতা কী এর সংজ্ঞা সঠিকভাবে দেওয়া কিছুটা...

    শিক্ষাব্যবস্থা ও কোভিড-১৯ : উন্নত বিশ্ব ও বাংলাদেশ

    এই বিশ্বমারি কোভিড-১৯ শিক্ষাব্যবস্থা ও আমাদের জীবনের অনেক কিছু...

    টেলিভিশন বিজ্ঞাপনে সৃজনশীল গাইড বই : দেখার কি কেউ নেই?

    এসবিএ’র (স্কুল বেইসড অ্যাসেসমেন্ট) মানে যেমন ‘স্যারের বাসায় এসো’ হয়ে গিয়েছিল, তেমনি যেন সৃজনশীল প্রশ্ন ‘গাইড-বই-নির্ভরশীল’ না হয়ে পড়ে। নতুন নতুন পদ্ধতি চালুর সাথে তার বাস্তবায়ন যাতে সঠিকভাবে হয় তাও খেয়াল রাখা উচিত অর্থাৎ নিয়মিত সুপারভিশন ও মনিটরিং করা উচিত।

    পরিবার থেকে শেখা: বাবা

    দৈনন্দিন জীবনযাপনের মধ্যদিয়ে মানুষ শুনে, দেখে, অনুকরণ করে এবং অভিজ্ঞতার আলোকে অনানুষ্ঠানিকভাবে জীবনব্যাপী শিক্ষালাভ করে পরিবার থেকে। বর্তমান সমাজে আনুষ্ঠানিক শিক্ষার আধিপত্য সত্ত্বেও পারিবারিক শিক্ষাই শিশুর আচার-ব্যবহার, মন-মানসিকতা, সামাজিকীকরণ ও চরিত্র গঠনে প্রধান ভুমিকা পালন করে।

    লেখাপড়া সমাচার: কোচিং সেন্টার

    কোচিং সেন্টার থেকে যারা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাদের ভালো করার পেছনে খুব সামান্য কৃতিত্বই থাকে কোচিং সেন্টারের। কারণ, যেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থী তাদের পড়ার গতির সাথে তাল ধরেই রাখতে পারে না, সেখানে যারা চান্স পায় তারা যদি সত্যিকারই মেধাবী না হয়ে থাকে তাহলে টিকে থাকা মুশকিল।

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এখন সময়ের দাবি

    বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান নিয়ে বর্তমান সময়ের শিক্ষার্থী, অভিভাবক...

    প্রফেশনাল লার্নিং কমিউনিটি কী এবং কেন

    একজন শিক্ষক ক্লাসে বললেন, “আমি চাচ্ছি তোমরা সবাই স্বাধীনভাবে...

    প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

    নতুন লেখার খবর পান ইমেইলে
    বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।