বাড়িপরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাসুনাগরিক সৃষ্টিতে প্রয়োজন অসুস্থ প্রতিযোগিতা রোধ

সুনাগরিক সৃষ্টিতে প্রয়োজন অসুস্থ প্রতিযোগিতা রোধ

একজন কোমলমতি শিশু, যার প্রথম বিদ্যালয়ে যাওয়ার গল্পটি শুরু হয় প্রহসন দিয়ে, তাকে নিয়েই আবার আমরা স্বপ্ন দেখি অসুস্থ প্রতিযোগিতা নিয়ে সমাজের রোল মডেল হওয়ার। এতো বিবেকের সাথে বেঈমানি ব্যতীত কিছু নয়! অভিভাবক হিসেবে শিশুর জন্য ভালো একটি বিদ্যালয় বেছে নেয়া দোষের কিছু নয়। এমনকি একটি ভালো বিদ্যালয়ের জন্য শিশুকে প্রস্তুত করাও অভিভাবকের কর্তব্য। উক্ত বিদ্যালয়ের জন্য টিউশন ফি প্রদানসহ নিরাপদে যাওয়া-আসা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে দেয়া সবকিছুই যৌক্তিক।

জাতির বিবেক পরাজিত হচ্ছে একদল শিক্ষাবণিকদের কাছে। শিশুরা পিষ্ট হচ্ছে অভিভাবক, গৃহশিক্ষক, নীতি-নির্ধারক আর টেকনিক্যাল এক্সপার্টদের উচ্চাকাঙ্খার পদতলে। শিশুকে উন্নততর শিক্ষাদানের বদলে একটি অসুস্থ প্রতিযোগিতার মাঝে ঠেলে দিচ্ছি।

তবে জীবনের শুরুটা লটারির ওপর ছেড়ে দেয়াটা মেনে নেয়া যায় না। আবার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যে দেশে বলবৎ, সেখানে প্রথম শ্রেণিতেই ভর্তি পরীক্ষা হবে সেটিও সংবিধানের পরিপন্থী। এ অবস্থায় বাংলাদেশের শিক্ষাবিদগণ নিশ্চুপ। তাঁরা শিশুদের ভাগ্য লটারির ওপর ছেড়ে দিয়েই কুম্ভনিদ্রা দিচ্ছেন। জাতির বিবেক পরাজিত হচ্ছে একদল শিক্ষাবণিকদের কাছে। শিশুরা পিষ্ট হচ্ছে অভিভাবক, গৃহশিক্ষক, নীতি-নির্ধারক আর টেকনিক্যাল এক্সপার্টদের উচ্চাকাঙ্খার পদতলে, অসুস্থ প্রতিযোগিতা তাদেরকে করছে নষ্ট। শিশুকে উন্নততর শিক্ষাদানের বদলে একটি অসুস্থ প্রতিযোগিতার মাঝে ঠেলে দিচ্ছি। শিশুরা তৈরি হচ্ছে স্বার্থপর, অসহযোগিতাপূর্ণ, অসামাজিক মানুষে।

অভিভাবকদের সামনে ভালো ফলাফলের মুলো ঝুলিয়ে, কথিত উচ্চমানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকেরা হাতিয়ে নিচ্ছে অধিকতর ভর্তি ফি। কোথাও কোথাও ডোনেশন, চড়া টিউশন ফি এবং বিদ্যালয়ের বিবিধ সেবার নামে নানারকম চাঁদা। এ-বিষয়ে একটি মজার কৌতুক রয়েছে। এসব বিদ্যালয়ের মনোবৃত্তি হলো, “বই, খাতা, কলম, পেন্সিল, ডায়েরি, টিফিন, ইউনিফর্ম সবকিছু বিদ্যালয় থেকেই নিতে হবে, তবে শিক্ষাটা চাইলে অভিভাবকগণ বাইরে থেকে নিতে পারবেন”।

কখনো কখনো শিশুকে ভালো বিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য শিশুর বয়স ৩-৪ বছর পর্যন্ত কমিয়ে দেখানো হচ্ছে। মজার বিষয় হচ্ছে, এখন সকল অভিভাবক একই কাজ করছে। ফলে প্রায় সব শিশুর বয়স প্রায় একইরকম। অর্থাৎ প্রতিযোগিতায় আমার সন্তানটির একচেটিয়াভাবে জয়লাভের আর কোনো সুযোগ রইলো না। মধ্যদিয়ে জীবন থেকে হারিয়ে গেলো সকল শিশুর ২/৩টি বছর; যা আর ফিরে পাওয়া যাবে না কোনোদিন। জীবনের প্রতিটি পর্যায়ে আমার সন্তানটি অধিকারবঞ্চিত হতে থাকবে; মৃত্যুটি কিন্তু যথাসময়েই হবে।

ডোনেশন দিয়ে কিংবা পরীক্ষার প্রশ্ন আউট করে অসুস্থ প্রতিযোগিতা করে আমি যে আমার অযোগ্য সন্তানটিকে ভর্তি করাতে গিয়ে আরেকটি যোগ্য শিশুর অধিকার হরণ করলাম, সেই অপরাধের দায়ভার কে নিবে? আমার কৃত অপকর্মের দ্বারা কমপক্ষে তিনটি অপরাধ সংঘটিত হলো। এক. ঘুষ/ডোনেশন দিয়ে আমি অপরাধ করলাম, দুই. ঘুষ/ডোনেশন দিয়ে অপরকে অপরাধ সংঘটনে উৎসাহিত করলাম, তিন. অন্য একটি যোগ্য শিশুর অধিকার হরণ করলাম। এছাড়াও একটি নীতিহীন কাজের মধ্যদিয়ে আমার সন্তানটি নিশ্চয়ই কোনো ফেরেশতা বনে যাবে না বরং পিতা-মাতার এই খারাপ কাজের সাক্ষ্য হিসেবে সে হয়ে উঠবে অবাধ্য, অপ্রতিরোধ্য।

চড়া দামে প্রশ্ন ক্রয় করছে হয় অভিভাবক, নয় কোচিং সেন্টার, নয়তো কোনো শিক্ষা-প্রতিষ্ঠান। সে-তো অসুস্থ প্রতিযোগিতার জন্যই; যেখানে প্রথম হওয়া মূল কথা, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরি করা গৌণ বিষয়।

এত ত্যাগ-তিতিক্ষার পর নিজের সন্তানটিকে একটি নামিদামী বিদ্যালয়ে ভর্তি করালাম। ক্লাসে প্রথম না হলে চলবে কী করে? এ প্লাস তো তাকে পেতেই হবে! বিদ্যালয় কর্তৃপক্ষ ভালো করেই জানেন আমি স্বচ্ছল, অপেক্ষাকৃত সচেতন এবং অনুকরণপ্রিয় একজন অভিভাবক যে কি-না সন্তানের ভালোর জন্য সবকিছুই করতে রাজি। প্রয়োজনে প্রতিটি বিষয়ের জন্য একজন করে গৃহশিক্ষক রাখতেও রাজি। কেননা ফলাফল হতে হবে সবার সেরা। কারণ সন্তানের সফলতা আমার কাছে আভিজাত্যের প্রতীক! অতএব শিশু মনোবিদ্যায় সুদক্ষ শিক্ষকের প্রয়োজন অনুভব করি না আমি। বরং চাই ঠুশ-ঠাশ ইংলিশ বলা স্যুটেড-বুটেড একজন সুদর্শন শিক্ষক, যাকে দেখিয়ে বলতে পারবো সবাইকে, “দ্যাখো, আমার সন্তানের শিক্ষক কতো স্মার্ট”!

পরীক্ষায় প্রশ্ন আউট হয় কেনো? প্রশ্ন আউট করলে লাভ হয় কার? প্রশ্ন আউট করলে ক্ষতির স্বীকার হয় কারা? যদি আউট হওয়া প্রশ্নের চাহিদা না থাকতো, তাহলে কি জীবনের ঝুঁকি নিয়ে কেউ প্রশ্ন আউট করতো? চড়া দামে প্রশ্ন ক্রয় করছে হয় অভিভাবক, নয় কোচিং সেন্টার, নয়তো কোনো শিক্ষা-প্রতিষ্ঠান। সে-তো অসুস্থ প্রতিযোগিতার জন্যই; যেখানে প্রথম হওয়া মূল কথা, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরি করা গৌণ বিষয়।

আজ পর্যন্ত নিজের সন্তানের জন্য আউটকৃত প্রশ্ন হাতে পেয়ে কেউ কি সেটি নিতে অস্বীকার করেছেন? নাকি প্রশ্ন আউটকারীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন? নিজে সর্বোচ্চ সুবিধাটি নিবেন (অসদুপায়ে হলেও)— এটিই মানুষের মনোভাব যা ক্রমশ একাধিক অপরাধের সুযোগ তৈরি করে চলেছে। যদি সকল অভিভাবক একযোগে শপথ নিতো যে, সন্তানের জন্য আমরা কোনো অসদুপায় অবলম্বন করবো না, অসুস্থ প্রতিযোগিতা করবো না, এমনকি যারা অসদুপায় অবলম্বন করবে তাদের বিরুদ্ধে রুখে দাড়াবো, তাহলে শিক্ষাক্ষেত্রে আশিভাগ অপরাধ কমে আসতো।

অনেক অভিভাবক এখনো মনে করেন শিক্ষক, শিক্ষা-কর্তৃপক্ষ বা শিক্ষার সাথে জড়িতদের ভুল/অপরাধ চোখে আঙ্গুল দিয়ে দেখাতে গেলে নিজের সন্তান বিবিধ উপায়ে বঞ্চিত হবে। শিক্ষক বিদ্যালয়ে বেশি বেশি শাস্তি দিতে পারেন অথবা পরীক্ষায় নম্বর কমিয়ে দিতে পারেন। এটি অনেকটা শিশুর যৌন-নিপীড়নের প্রতিবাদ না করে লোকলজ্জার ভয়ে নিজেকে গুটিয়ে রাখার মতো। বিদ্যালয়ে যেকোনো অপরাধের বিরুদ্ধে শিশু এবং অভিভাবকের যৌক্তিক ও বস্তুনিষ্ঠ্ প্রতিবাদ থাকা জরুরি। বিদ্যালয় কর্তৃপক্ষেরও উচিত মতামতের সুব্যবস্থা রাখা।

আজ যে বিদ্যালয়ের নকলের ডিজিটালাইজেশন হচ্ছে এগুলো অসুস্থ প্রতিযোগিতারই ফল! আজ এ-দেশে যতো অপরাধ সংঘটিত হচ্ছে, শিশু ও যুব সম্প্রদায় যতো অধিকার বঞ্চিত হচ্ছে, তার প্রায় সবগুলোই হচ্ছে শিক্ষার অব্যবস্থাপনা, অদূরদর্শিতা, মনিটরিং শৈথিল্য এবং সংশ্লিষ্টদের আন্তরিকতার অভাবে।

শিক্ষাব্যবস্থায় অসুস্থ, অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত প্রতিযোগিতা রুখতে পারলে জাতি অচিরেই একটি শান্তিপূর্ণ জীবনের স্বাদ পাবে, ফিরে পাবে সত্যিকারের স্বাধীনতা। একটি সত্য লুকাতে অনেক মিথ্যের আশ্রয় নিতে হয়। তেমনি একটি অপরাধ ঢাকতে অনেকগুলো অপরাধ সংঘটিত করতে হয়। যুগে যুগে সমাজে অপরাধপ্রবণ ব্যক্তির অস্তিত্ব ছিলো এবং থাকবে। তবে যেখানে অধিকাংশ মানুষ সত্য ও সুন্দরের পক্ষে থাকবে, সেখানে সকল প্রহসনের অবসান ঘটবেই।

আরও পড়ুন

ওমর শেহাবের ‘নতুন শিক্ষাক্রমে দুটি বড় ভুল’ : একটি ‘ব্যক্তিগত’ প্রতিক্রিয়া

ওমর শেহাব জানিয়েছেন, তিনি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সম্প্রতি তিনি প্রথম আলোয় ‘নতুন শিক্ষাক্রমে...

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

মানুষের দুর্নীতিবাজ হওয়ার পেছনে শিক্ষকের দায় কতটা?

দুর্নীতিতে বাংলাদেশ বেশ কয়েকবার পুরো বিশ্বে দখল করেছে শীর্ষস্থান! বাংলাদেশে বড় বড় প্রকল্পে বড়...

মুখস্থবিদ্যা কতোটুকু গুরুত্বপূর্ণ?

নতুন শিক্ষাক্রমের প্রবর্তকেরা এবং তার সমর্থকরা এর পক্ষে যুক্তি হিসেবে সবার আগে মুখস্থবিদ্যার ওপর...

নতুন শিক্ষাক্রম : জাপানের সাথে তুলনা কতোটুকু প্রাসঙ্গিক?

বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থার নতুন শিক্ষাক্রমের আবশ্যিক বিষয় জীবন ও জীবিকার ষষ্ঠ ও সপ্তম...

কেন ক্লাস করতে চায় না শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা কেন ক্লাস করতে চায় না এই প্রশ্নটি নতুন নয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি...

শিক্ষকের মান ও গুণগত শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস ২০২৩-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে, "কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ...

আমরা কি পরীক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে পেরেছি?

গত ১৪ আগস্ট ২০২৩ জাতীয় দৈনিক সমকাল পত্রিকা থেকে জানতে পারলাম ‘পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু...

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এখন সময়ের দাবি

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান নিয়ে বর্তমান সময়ের শিক্ষার্থী, অভিভাবক এমনকি শিক্ষাসংশ্লিষ্টগণও সন্তুষ্ট নন। এর...

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রসঙ্গে কিছু কথা

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনো প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষাঙ্গনে প্রবেশ করা। কারো বিশ্ববিদ্যালয়ে, কারো...