বাড়িপরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাএসএসসি পরীক্ষা: যারা কৃতকার্য হতে পারো নি তাদের জন্য একজন ভুক্তভোগীর চিঠি

এসএসসি পরীক্ষা: যারা কৃতকার্য হতে পারো নি তাদের জন্য একজন ভুক্তভোগীর চিঠি

তোমরা হয়তো বিশ্বাস করবে না, আজ আমার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি নামী বিশ্ববিদ্যালয়ের বড় একটি ‌ডিগ্রির সার্টিফিকেট, কিন্তু এই আমিও একদিন তোমাদের মতো এসএসসি পরীক্ষা নিয়ে সকলের অবহেলার পাত্র হয়েছিলাম। সে যে কী জ্বালা তা শুধু ভুক্তভোগীরাই জানে। কথায় আছে না, কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে…

তাই আজকের তোমার অনুভুতি আর কেউ বুঝবে না। তুমি কি এটা ইচ্ছে করে করেছো? তা নিশ্চয়ই নয়। কেউ কি চায় তার বন্ধুদের থেকে পিছিয়ে পড়তে? যখন বন্ধুরা নতুন কলেজে ভর্তি হয়ে নানান কথা বলতে বলতে তোমার সামনে দিয়ে যাবে তখন কি তোমার খারাপ লাগবে না? আমি তো মনে করি তখন তোমার বাবা-মায়ের চেয়ে তোমারই খারাপ লাগবে বেশি।

বাংলায় একটি কথা আছে- কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া; তেমনই দেখবে আজ তোমার জ্বালাকে বাড়িয়ে দিতে আশেপাশের সব আত্মীয়-স্বজন তোমার কাছে চলে এসেছে। যারা এতদিন তোমাকে পড়া নিয়ে কোন সাহায্য করে নি, তারাই কত কথা বলে। কত নিয়মকানুন বের করে, আজ তারাই তোমার নামে নানান দুর্নাম নিয়ে আসবে, তুমি কখনও যে কাজ কর নাই, তার কথাও বলে দিচ্ছে। তারা আজ শার্লক হোমসের মতো বলবে, তোমাকে নাকি পরীক্ষার কয়েক সপ্তাহ আগে সাইবার ক্যাফেতে দেখেছে।

এখন এসব কথায় কান দিও না। এখন যারাই যা বলে বলুক, মুখে আঠা লাগিয়ে বসে থাকতে হবে। কারও কথার জবাব দেওয়া যাবেনা। হ্যাঁ জবাব দিবে, তবে এখন না, আগামী বছর পরীক্ষার ফল দিয়ে তাদের বুঝিয়ে দিতে হবে তুমি ফেলনা নও।

তুমি হয়তো জান না, আজ থেকে তোমার জন্য অনেক কিছু নিষিদ্ধ হয়ে যাবে, যেমন টিভি দেখা, গান শোনা, কম্পিউটারে মুভি দেখা, কিংবা ক্রিকেট খেলা। তুমি চুপচাপ মেনে নাও। জানো তো এই সব নিষেধাজ্ঞা খুব বেশি দিনের জন্য নয়। কয়েক সপ্তাহের জন্য মেনে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে।

তাই বলে এখনই পড়তে বসে যেও না, তোমার হয়তো জিদ চলে আসবে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু তাই বলে এখনই উচিত হবে না পড়তে বসার। এখন যা করার দরকার তা হলো নিজেকে একটু মুক্তি দেওয়ার, যদি সময় ও সুযোগ মিলে তবে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পার পরিচিত গণ্ডির বাইরে থেকে। আর এই সময়ে উচিত হবে না টিভি দেখতে বসার। তুমি হয়তো জানো না, দেশে শুধু ছাত্রীরাই পরীক্ষা দেয় ও তাদের ফলাফল ভাল হয়। যদি না জানো তবে টিভি দেখতে পার। দেখবে খবর জুড়ে শুধুমাত্র ছাত্রীদের দেখানো হচ্ছে, যেন ছাত্রীরাই পরীক্ষা দিয়েছে, আর তারাই পাশ করেছে ও ভালো রেজাল্ট করেছে। দেশে যেনো ছাত্র নাই।

কয়েকদিন ঘুরে এসে পড়তে বস। অনেক তো হল। পুরনো আড্ডা এবার সব বাদ দাও। একটা বছর নিজেকে নিজে বন্দি কর। মনে কর, যেন তোমার শাস্তি হয়েছে। অনেকের তো জেল হয় তারা কি থাকতে পারে না? তাহলে তোমার ভবিষ্যতের জন্য তুমি এই কষ্টটুকু করতে পারবে না। এবার মন দাও পাঠে। দেখবে তোমার হাতে ধরা দিবে সাফল্য। যেটা হয়তো এবার তোমার হাত ফসকে গিয়েছে।

আমি জানি তুমি পারবে। তোমার সেই স্পৃহা আছে। তুমি কি করে পারবে সেটা আমি কি করে জানি? জানি, কারণ আমি জীবনে একবার ফেল করে পরবর্তীতে আমার বোর্ডের সর্বোচ্চ গ্রেড পেয়েছিলাম, তা সম্ভব হয়েছিল আমার অদম্য স্পৃহার কারণে। আর আমার বিশ্বাস এই স্পৃহা সব মানুষের মাঝেই থাকে। হয়তো কারও সুপ্ত অবস্থায় থাকে। তোমার কাজ হবে এই সুপ্ত স্পৃহাকে জাগিয়ে তুলে সামনে এগিয়ে যাওয়ার।

আরও পড়ুন

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

জেন্ডার বৈষম্য, শিক্ষা ও সমাজ

জেন্ডার হলো সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে কোনো একটি সমাজের নারী-পুরুষের প্রত্যাশিত আচরণ।...

আমাদের উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোর ব্যর্থতা

সিরাজুল হোসেন লিখেছেন আমাদের উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা প্রসঙ্গে কনজেনিটাল সিফিলিস ১৯৪৯ সালে ভারত-পাকিস্তান দেশ ভাগ...

বিশ্ব শিক্ষক দিবস: “শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লীর পতি সে তো কোন্ ছার”

১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনে গৃহিত সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য দেশে...

করোনা ক্রান্তিকাল ও শিক্ষা: তামার দামে বিকিয়ে যাওয়া সোনার দিন

জাহাঙ্গীর মোহাম্মদ আরিফ লিখেছেন করোনা ক্রান্তিকালে শিক্ষা নিয়ে একটি বড় আকারের ডাবল খাট। সাইজ বোধকরি...

মহান শিক্ষা দিবস: কতোটা গুরুত্ব পাচ্ছে দেশে?

মহান শিক্ষা দিবস পালিত হয় ১৭ সেপ্টেম্বরে। শরীফ কমিশন শিক্ষানীতির বিরুদ্ধে এদেশের সচেতন ছাত্রসমাজ...

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ এবং বর্তমান অবস্থা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১-এর শ্লোগান বা প্রতিপাদ্য হচ্ছে: Literacy for a human-centred recovery:...

কোভিড-১৯ পরিস্থিতি : বাংলাদেশের শিক্ষার আদ্যোপান্ত ও কিছু প্রস্তাব

সৌভাগ্যবশত আমাদের সন্তানদ্বয়ের একজন প্রাথমিক এবং অন্যজন মাধ্যমিকের শিক্ষার্থী। আমার স্ত্রী ও আমি দু’জনেই...

আপনার প্রত্যাশার চাপ কী ক্ষতি করছে আপনার সন্তানকে?

আমরা কি জা‌নি, পৃ‌থিবীর প্রায় কো‌নো বিখ্যাত মানুষই তাঁদের মা-বাবার প্রত্যা‌শিত উপায়ে বড় হননি?...