বাড়িউচ্চশিক্ষাবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কী কী সুবিধা থাকা উচিত?

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কী কী সুবিধা থাকা উচিত?

একটি বিশ্ববিদ্যালয় তখনই একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে, যখন সেখানে শিক্ষার গুণগত মান ধরে রেখে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুবিধা প্রদান করা হবে। যখন আমরা শিক্ষার্থীদের শেখার পরিবেশ দেব, তখন তারা শিখবে এবং একসময় সফল হয়ে দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার জন্য কী কী সুবিধা থাকা উচিত সেটি নিয়ে আমার আজকের এই লেখা।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা থাকতে হবে যেখানে বিভিন্ন আনুষাঙ্গিক সুবিধা যেমন লাইব্রেরি, লাউঞ্জ, লন্ড্রি, টয়লেট এবং রান্নাঘর থাকবে। এই আবাসন ব্যবস্থা এমনভাবে তৈরি হবে যেটি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোনিবেশ করতে উৎসাহ যোগাবে।

ক্যারিয়ার পরিষেবা

অধিকাংশ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসার প্রধান কারণ হলো একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলা। এজন্য ক্যারিয়ার পরিষেবা বিষয়টি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই পরিষেবাটি ইন্টার্নশিপ বিষয়ে সাহায্য করতে পারে। চাকরির আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে কীভাবে সাক্ষাত্কার দিতে হয়, সে বিষয়ে সহায়তা করতে পারে। এমনকি, পড়াশোনার সময় অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য একটি খণ্ডকালীন চাকরি পেতেও তারা আপনাকে সহায়তা করতে পারে।


শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য সুরক্ষিত এবং স্থিতিশীল ওয়াই-ফাই নেটওয়ার্ক প্রতিস্থাপনের ওপর গুরুত্ব দেয়া জরুরি।


ক্যাম্পাসে ইন্টারনেট সেবা

শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য সুরক্ষিত এবং স্থিতিশীল ওয়াই-ফাই নেটওয়ার্ক প্রতিস্থাপনের ওপর গুরুত্ব দেয়া জরুরি। কিন্তু ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলি ব্যান্ডউইথের চাহিদা পূরণ করার জন্য ক্যাম্পাসগুলোতে ব্যবহারকারীর অ্যাক্সেস এবং ব্যান্ডউইথের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখাটাও জরুরি। একই সাথে খেয়াল রাখতে হবে, বিশ্ববিদ্যালয়কে এই সুবিধা দেবার জন্য যে বিশাল ব্যয়ভার বহন করতে হবে, সেখানেও যেন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে সংযুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিশুদের থাকার ব্যবস্থা রাখা

বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অনেকের স্বামী-স্ত্রী দুজনেই কর্মজীবী। সেক্ষেত্রে তাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের অধীনে সপ্তাহে পাঁচ দিন ৮টা থেকে ৫টা পর্যন্ত থাকার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এমনকি অনেক শিক্ষার্থীও রয়েছে যাদের সন্তানদেরকে যদি ক্যাম্পাসে উক্ত সময়ে রাখার ব্যবস্থা করা গেলে তারা নিশ্চিন্তে পড়াশোনার সুযোগ পাবে।

দেখা যাবে, অনেক পিতা-মাতা তাদের সন্তানকে পূর্ণ-দিনের পরিবর্তে অর্ধ-দিন রাখার প্রস্তাব দিতে পারে। সেক্ষেত্রে যারা পূর্ণ-দিন রাখার জন্য সম্মতি জানাবে তাদেরকে অগ্রাধিকার দেয়া উচিত। অন্যদেরকে অপেক্ষমান হিসাবে রেখে দেয়া যেতে পারে যাতে তাঁরা ভবিষ্যতে সন্তানদের রাখার সুযোগ পেতে পারে। প্রয়োজনবোধে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার কর্মচারী এবং শিক্ষার্থীদের সন্তানদের জন্য ভর্তুকি দেবারও ব্যবস্থা রাখতে পারে।

শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য স্বাস্থ্য ক্লিনিক সেবা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কম খরচে এক বা একাধিক স্বাস্থ্য ক্লিনিক সেবার ব্যবস্থা থাকা উচিত। সেখানে যেকোনো জরুরি প্রয়োজনে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা স্বাস্থ্য সেবা পেতে পারে। এই স্বাস্থ্য ক্লিনিকগুলোতে যেন সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক মেডিসিন, চক্ষু, দন্ত বিষয়ক ডাক্তার এবং বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স উপস্থিত থাকে, সেটিও নিশ্চিত করতে হবে।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কম খরচে এক বা একাধিক স্বাস্থ্য ক্লিনিক সেবার ব্যবস্থা থাকা উচিত। সেখানে যেকোনো জরুরি প্রয়োজনে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা স্বাস্থ্য সেবা পেতে পারে।


বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যদি কোনো হাসপাতাল থাকে, তাহলে ডাক্তাররা প্রয়োজনবোধে সেখানেও রুগীদের রেফার করতে পারেন। ক্যাম্পাসগুলোতে নার্সদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। নার্সরা প্রাথমিক চিকিৎসা সেবা এবং সাধারণ চিকিৎসা-বিষয়ক তথ্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে জানাতে পারবে এবং পরিবার পরিকল্পনা বিষয়ক তথ্যসমূহ দম্পতিদেরকে জানাতে ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়তা করতে পারবে। একই সাথে, ক্যাম্পাসে যেন পর্যাপ্ত ফার্মেসি থাকে সেদিকেও দৃষ্টি দিতে হবে।

কার্যক্রম/বিনোদনের সুবিধা

ক্যাম্পাসে কিছু নির্দিষ্ট স্থান থাকা উচিত যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা তাদের সহকর্মী বা সহপাঠীদের সাথে সময় কাটাতে পারে। ক্লাসের মাঝের বিরতিতে তাহলে যদি আনন্দদায়ক বা বিনোদনমূলক কিছু করতে চায়, সেটি করার সুযোগও থাকতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বছর ধরে কী কী ইভেন্ট হচ্ছে, তার জন্য একটি ক্যালেন্ডারের ব্যবস্থা রাখা উচিত।

একই সাথে, শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে পারে। সেগুলো যেন সকল শিক্ষার্থী জানতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্য দেবার ব্যবস্থা রাখা উচিত। এসব ইভেন্টে টিকেট মূল্য কত হবে, কী কী সুবিধা বা ছাড় পাওয়া যাবে সেসব তথ্যও যেন থাকে সেগুলো খেয়াল রাখতে হবে।

ক্যাম্পাসে গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব

বিশ্ববিদ্যালয়ে কিছু ভালো মানের গ্রন্থাগার থাকা উচিত যেখানে শিক্ষার্থীরা ক্লাসের আগে ও পরে নিরিবিলিতে অধ্যয়ন করতে পারে। গ্রন্থাগারটি যেন বিষয়ভিত্তিকভাবে সাজানো হয়, সেটি খেয়াল রাখা উচিত। গ্রন্থাগারে বিষয়ভিত্তিক বইয়ের পাশাপাশি যেন প্রচুর পরিমাণে ফিকশন, ম্যাগাজিন থাকে এবং ব্যক্তিগত ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অনুমতি থাকে সেটির দিকে দৃষ্টি দেয়া উচিত।


গ্রন্থাগারে বিষয়ভিত্তিক বইয়ের পাশাপাশি যেন প্রচুর পরিমাণে ফিকশন, ম্যাগাজিন থাকে এবং ব্যক্তিগত ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অনুমতি থাকে সেটির দিকে দৃষ্টি দেয়া উচিত।


গ্রন্থাগারে অবশ্যই একটি হেল্প ডেস্ক থাকবে যেখানে স্টাফরা যে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা আপনাকে রিসোর্সগুলো সনাক্ত করতে ও শিক্ষার্থীদের তথ্য গবেষণার দক্ষতা বিকাশে সহায়তা করবে। গ্রন্থাগারের ভেতর উন্নতমানের কম্পিউটার ল্যাব, ফটোকপি মেশিন, স্ক্যানার, এবং গবেষণা কাজ করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার যেন থাকে সে ব্যবস্থাও রাখা উচিত।

এসব গ্রন্থাগার যেন সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করা যায় সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দেয়া প্রয়োজন। আরেকটি বিষয়, পুরো গ্রন্থাগারের প্রবেশ পথে নিরাপত্তা বেষ্টনী থাকতে হবে এবং গ্রন্থাগারটি যেন সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা যায়, তারও ব্যবস্থা করতে হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাসনালয় এবং প্রার্থনা কক্ষের সুবিধা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ উপাসনালয় ও প্রার্থনা কক্ষ থাকা উচিত। এই উপাসনালয় এবং প্রার্থনা কক্ষগুলো শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের বিরতির সময় প্রার্থনা করার জন্য ব্যবহৃত হয়। উপাসনালয়গুলোতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিরা থাকেন যারা আপনাকে একটি নির্দিষ্ট বিশ্বাস অনুসরণ করতে অথবা জানতে সাহায্য করতে পারেন।

খেলাধুলার সুবিধা

শিক্ষার্থীরা সারাদিন ডেস্কে বসে শুধু ক্লাসের বক্তৃতা শুনবে এমনটি নয়; বরং নিজেকে শারীরিকভাবে সুস্থ্য রাখার জন্য তাদের খেলাধুলাতে অংশগ্রহণ করা উচিত। তাই, বিশ্ববিদ্যালয়ে নিজস্ব খেলার মাঠ, সুইমিংপুল এবং ইনডোর স্টেডিয়াম থাকার ব্যবস্থা রাখতে হবে, যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীরাও অবসর সময়ে এগুলো ব্যবহার করতে পারেন।

ক্যাম্পাসে মেয়েদের ব্যবহারযোগ্য আলাদা কক্ষ

বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের ব্যবহারযোগ্য আলাদা কক্ষ রাখার ব্যবস্থা করা উচিত। তাহলে মেয়েরা হয়রানি বা বৈষম্যমুক্ত পরিবেশ ও চিন্তা থেকে নিজেকে কিছুটা সময় দূরে রাখতে পারবে এবং নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করারও সুযোগ পাবে। যদি কোনো বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য এ-ধরনের জায়গা না থাকে, তাহলে যতো দ্রুত সম্ভব এরকম কিছু জায়গা তৈরি করার ব্যবস্থা নেয়া উচিত। যদি থেকে থাকে, তাহলে মেয়েরা যেন সহজেই সে সম্পর্কে জানতে পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য থাকা উচিত।

রিটেইলারস সুবিধা

কফি শপ, রেস্তোরাঁ, স্টোর, ট্র্যাভেল এজেন্ট থেকে বিউটি সেলুন পর্যন্ত ক্যাম্পাসে এমন অনেক কিছু থাকতে পারে যাতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সবকিছুই ক্যাম্পাসে পেতে পারে। এজন্য কাউকে ক্যাম্পাসের বাইরে যেতে হবে না এবং সময় নষ্ট অনেক কমে আসবে। একই সাথে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর ডাকঘর, ব্যাংক এবং সুপারমার্কেটের মতো দরকারি সেবা থাকতে পারে। ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রশিক্ষণকেন্দ্র রাখার ব্যবস্থা করা যেতে পারে, যেখানে শিক্ষার্থীরা কম খরচে প্রশিক্ষণ নিয়ে তাদের জ্ঞানকে পরবর্তীতে ব্যবহার করতে পারবে।

একুশ শতকে প্রতিটি বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার জন্য সুবিধা বাড়ানোর। এই ন্যূনতম সুবিধাগুলো যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সবাইকে দেয়া যায়, তাহলে আমরা ভবিষ্যতের যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি সেই পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো।

লেখক পরিচিতি

আরও পড়ুন

ওমর শেহাবের ‘নতুন শিক্ষাক্রমে দুটি বড় ভুল’ : একটি ‘ব্যক্তিগত’ প্রতিক্রিয়া

ওমর শেহাব জানিয়েছেন, তিনি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সম্প্রতি তিনি প্রথম আলোয় ‘নতুন শিক্ষাক্রমে...

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করোনার বন্ধের মধ্যেও

করোনাকালের বন্ধের মধ্যে দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  চরম উত্তপ্ত...

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় : আলোকবর্তিকা নাকি আভিজাত্য

একটি দেশ ভালো হয় যদি সেদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়— পণ্ডিত জওহর লাল নেহেরুর একটি...

প্রশাসক বনাম অধ্যাপক : বিশ্ববিদ্যালয়-প্রধান কে হবেন?

হুবাইব মোহাম্মদ ফাহিম লিখেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান কে হবে সে প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়-প্রধান কে হবেন— এই প্রশ্নের...

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস : অনলাইন শিক্ষা কার্যক্রম

কাজী শহীদুল্লাহ লিখেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর অনলাইন শিক্ষা কার্যক্রম প্রসঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস...

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস

বাংলাদেশে একটা সময় প্রশ্ন তোলা হয়েছে, কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে না?...

নতুন বিশ্ববিদ্যালয় আমাদের কতোটুকু দরকার

আমাদের দেশে ইতিমধ্যে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চলছে। আরও তিনটির অনুমোদন আছে কিন্তু...

বিসিএস (সাধারণ শিক্ষা) : শিক্ষক প্রশিক্ষণ কলেজে নিয়োগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

মোঃ ফজলে রাব্বি লিখেছেন বিসিএস-এর মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কলেজে শিক্ষক নিয়োগ সম্পর্কে এই প্রবন্ধে বিসিএস...

অনলাইন শিক্ষা কার্যক্রম : বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষণ ও প্রস্তাব

অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে ২ জুলাই ২০২০ তারিখে এক...