এসএসসি পরীক্ষা: যারা কৃতকার্য হতে পারো নি তাদের জন্য একজন ভুক্তভোগীর চিঠি

তোমরা হয়তো বিশ্বাস করবে না, আজ আমার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি নামী বিশ্ববিদ্যালয়ের বড় একটি ‌ডিগ্রির সার্টিফিকেট, কিন্তু এই আমিও একদিন তোমাদের মতো এসএসসি পরীক্ষা নিয়ে সকলের অবহেলার পাত্র হয়েছিলাম। সে যে কী জ্বালা তা শুধু ভুক্তভোগীরাই জানে। কথায় আছে না, কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে…

তাই আজকের তোমার অনুভুতি আর কেউ বুঝবে না। তুমি কি এটা ইচ্ছে করে করেছো? তা নিশ্চয়ই নয়। কেউ কি চায় তার বন্ধুদের থেকে পিছিয়ে পড়তে? যখন বন্ধুরা নতুন কলেজে ভর্তি হয়ে নানান কথা বলতে বলতে তোমার সামনে দিয়ে যাবে তখন কি তোমার খারাপ লাগবে না? আমি তো মনে করি তখন তোমার বাবা-মায়ের চেয়ে তোমারই খারাপ লাগবে বেশি।

বাংলায় একটি কথা আছে- কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া; তেমনই দেখবে আজ তোমার জ্বালাকে বাড়িয়ে দিতে আশেপাশের সব আত্মীয়-স্বজন তোমার কাছে চলে এসেছে। যারা এতদিন তোমাকে পড়া নিয়ে কোন সাহায্য করে নি, তারাই কত কথা বলে। কত নিয়মকানুন বের করে, আজ তারাই তোমার নামে নানান দুর্নাম নিয়ে আসবে, তুমি কখনও যে কাজ কর নাই, তার কথাও বলে দিচ্ছে। তারা আজ শার্লক হোমসের মতো বলবে, তোমাকে নাকি পরীক্ষার কয়েক সপ্তাহ আগে সাইবার ক্যাফেতে দেখেছে।

এখন এসব কথায় কান দিও না। এখন যারাই যা বলে বলুক, মুখে আঠা লাগিয়ে বসে থাকতে হবে। কারও কথার জবাব দেওয়া যাবেনা। হ্যাঁ জবাব দিবে, তবে এখন না, আগামী বছর পরীক্ষার ফল দিয়ে তাদের বুঝিয়ে দিতে হবে তুমি ফেলনা নও।

তুমি হয়তো জান না, আজ থেকে তোমার জন্য অনেক কিছু নিষিদ্ধ হয়ে যাবে, যেমন টিভি দেখা, গান শোনা, কম্পিউটারে মুভি দেখা, কিংবা ক্রিকেট খেলা। তুমি চুপচাপ মেনে নাও। জানো তো এই সব নিষেধাজ্ঞা খুব বেশি দিনের জন্য নয়। কয়েক সপ্তাহের জন্য মেনে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে।

তাই বলে এখনই পড়তে বসে যেও না, তোমার হয়তো জিদ চলে আসবে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু তাই বলে এখনই উচিত হবে না পড়তে বসার। এখন যা করার দরকার তা হলো নিজেকে একটু মুক্তি দেওয়ার, যদি সময় ও সুযোগ মিলে তবে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পার পরিচিত গণ্ডির বাইরে থেকে। আর এই সময়ে উচিত হবে না টিভি দেখতে বসার। তুমি হয়তো জানো না, দেশে শুধু ছাত্রীরাই পরীক্ষা দেয় ও তাদের ফলাফল ভাল হয়। যদি না জানো তবে টিভি দেখতে পার। দেখবে খবর জুড়ে শুধুমাত্র ছাত্রীদের দেখানো হচ্ছে, যেন ছাত্রীরাই পরীক্ষা দিয়েছে, আর তারাই পাশ করেছে ও ভালো রেজাল্ট করেছে। দেশে যেনো ছাত্র নাই।

কয়েকদিন ঘুরে এসে পড়তে বস। অনেক তো হল। পুরনো আড্ডা এবার সব বাদ দাও। একটা বছর নিজেকে নিজে বন্দি কর। মনে কর, যেন তোমার শাস্তি হয়েছে। অনেকের তো জেল হয় তারা কি থাকতে পারে না? তাহলে তোমার ভবিষ্যতের জন্য তুমি এই কষ্টটুকু করতে পারবে না। এবার মন দাও পাঠে। দেখবে তোমার হাতে ধরা দিবে সাফল্য। যেটা হয়তো এবার তোমার হাত ফসকে গিয়েছে।

আমি জানি তুমি পারবে। তোমার সেই স্পৃহা আছে। তুমি কি করে পারবে সেটা আমি কি করে জানি? জানি, কারণ আমি জীবনে একবার ফেল করে পরবর্তীতে আমার বোর্ডের সর্বোচ্চ গ্রেড পেয়েছিলাম, তা সম্ভব হয়েছিল আমার অদম্য স্পৃহার কারণে। আর আমার বিশ্বাস এই স্পৃহা সব মানুষের মাঝেই থাকে। হয়তো কারও সুপ্ত অবস্থায় থাকে। তোমার কাজ হবে এই সুপ্ত স্পৃহাকে জাগিয়ে তুলে সামনে এগিয়ে যাওয়ার।

জনপ্রিয় নিবন্ধ

প্রাথমিক স্তরে ভাষা শেখা : বিষয় – বাংলা

ভাষার দক্ষতা চারটি— শোনা, বলা, পড়া, লেখা। আর ভাষা...

আগে ইংরেজি গ্রামার শিখবো, নাকি ভাষা শিখবো?

কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার...

শিক্ষাব্যবস্থার হালচাল

অর্থনীতিবিদদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ রাষ্ট্রীয় বিনিয়োগ। অর্থনীতিবিদ এডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং মার্শালের মতে, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। শিক্ষার অর্থনীতি নিয়ে মৌলিক গবেষণায় অর্থনীতিবদ আর্থার শুল্জ ও রবার্ট সলো দেখিয়েছেন যে, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করলে সম্পদের সুফল ফেরত আসে ৩৫ শতাংশ, মাধ্যমিক শিক্ষায় ২০ শতাংশ, এবং উচ্চ শিক্ষায় ১১ শতাংশ।

আমেরিকায় উচ্চশিক্ষা : পিএইচডির পর কী?

আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে প্রচুর লেখালেখি হয়, আমি নিজেও এ-নিয়ে...

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা

ক্যাডেটসমূহ বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।...

আরও কিছু লেখা

অধিক

    কী শেখালো হার্ভার্ড?

    মাসরুফ হোসেন লিখেছেন তাঁর হার্ভার্ডের শিক্ষার অভিজ্ঞতা নিয়ে দু’বছর আগে...

    অষ্টম পে-স্কেল এবং শিক্ষকের মর্যাদা সমাচার

    সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী লিখেছেন অষ্টম পে-স্কেল ও...

    শিক্ষক: মানুষ গড়ার কারিগর

    'সবাই ভালো ছাত্র হয় না, তবে সবাই ভালো মানুষ...

    যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা: ফান্ডিং-এর সোনার হরিণ

    উচ্চ শিক্ষার খরচ যুক্তরাষ্ট্রে বেশ বেশি, কাজেই নিতান্ত উচ্চবিত্ত...

    শিক্ষায় ডিজিটাল ক্লাসরুম

    শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার করে ইন্টারনেটের সাথে যুক্ত হওয়া যায়, টেলিভিশনের মাধ্যমে দূর শিক্ষণকে জনপ্রিয় করা সম্ভব, কম্পিউটারের মাধ্যমে করা যায় না এমন কী আছে? এগুলো সব কাজের কথা, প্রয়োজনের কথা। কিন্তু এ প্রয়োজনটা শিক্ষকদের বোঝানো দরকার আর সেটা করতে হবে হাতেকলমে। শিক্ষার ক্ষেত্রে উদ্যোগটা নিতে হবে নিজেকেই।

    সাধারণ জ্ঞানচর্চার মাধ্যমে কিভাবে ইংরেজি পড়াবেন?

    আমরা যখন ভাষা শিখি কিংবা শিক্ষার্থীদের ক্লাসে শেখাই, পারিপার্শ্বিক...

    মাহতাবের একদিন: একজন শিক্ষার্থীর জীবন থেকে নেওয়া

    মায়ের আদুরে গলার ডাকে ঘুম ভাঙ্গে মাহতাবের। ঘুম ভাঙ্গে...

    গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কেন?

    সমীর রঞ্জন নাথ লিখেছেন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে...

    প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

    নতুন লেখার খবর পান ইমেইলে
    বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।