ভাগ্যবিলম্বিত এক জাতির শিক্ষানীতির কথা

নাঈমুল হক লিখেছেন শিক্ষানীতির কথা নিয়ে

আমারা জাতি হিসেবে বিলম্বিত ভাগ্যের অধিকারী। পলাশীর প্রান্তরে হারানো স্বাধীনতা উপমহাদেশে প্রায় ১৯০ বছর পর ফিরে এলেও আমাদের অপেক্ষা করতে হয়েছে আরও ২৩টি বছর। এর চেয়েও পরিতাপের বিষয় হলো, স্বাধীন দেশে একটি শিক্ষানীতি পেতে পেরিয়ে গেছে ৩৯টি বছর। এত চাওয়ার পর পাওয়া শিক্ষানীতির কথা নতুন করে বলতে হচ্ছে। আমাদের কী স্বপ্ন দেখাতে পারলো আর কী পারলো না সে হিসেব মেলাতে মন নহে মোর রাজি।

চাই শিক্ষানীতির বাস্তবায়ন। শিক্ষানীতি একটি কল্যাণমুখী দিকনির্দেশনামূলক জননীতি। লক্ষ্য ও উদ্দেশের আলোকে এর সম্পূর্ণ বাস্তবায়ন নিদিষ্ট সময়সীমার মাঝে নাও হতে পারে; কিন্তু যুক্তিযুক্ত কৌশলগুলো সময়ের মধ্যে বাস্তবায়ন দাবি রাখে। যুক্তিযুক্ত কৌশল বলছি এ জন্য যে, শিক্ষানীতি ২০১০-এ শিক্ষার্থী কল্যাণ ও নির্দেশনায় প্রতিটি বিদ্যালয়ে ছেলে-মেয়েদের জন্য পৃথক ব্যায়ামাগারের সুপারিশ করা হয়েছে। তাই বলে অনেক বিদ্যালয়ে যেখানে খেলার মাঠই নেই, সেখানে এখনই প্রতিটি বিদ্যালয়ে ছেলে-মেয়েদের জন্য পৃথক ব্যায়ামাগার চাওয়ার মতো অবোধ আমরা নই। একটা কথা মনে রাখতে হবে, না বলে ভালো কাজ করা প্রশংশনীয় হলেও সুন্দর সুন্দর কথা বলে তার বাস্তবায়ন না করা একটি গর্হিত কাজ। দুই বছরে শিক্ষানীতির বাস্তবায়ন মূল্যায়নের যথার্থ সময় না হলেও শিক্ষানীতি বাস্তবায়নে সরকারের আগ্রহ ও সদিচ্ছা মূল্যায়নের জন্য যথেষ্ট বলে মনে করি। বছরের শুরুতে দেশব্যাপী পাঠ্যবই উৎসব, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি উদ্যোগ আমাদের আশাবাদী করে তুললেও অন্যদিকে হতাশার পাল্লাটাও বেশ ভারি।

শিক্ষানীতির শিক্ষা প্রশাশন সংক্রান্ত অধায়ে শিক্ষানীতির বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শদানকারী প্রতিষ্ঠান হিসেবে একটি স্থায়ী শিক্ষা কমিশনের প্রস্তাব করা হয়েছিল। আজ পর্যন্ত তার কোনো উদ্যোগ না নেয়া এই হতাশার সূত্রপাত করে।

এই শিক্ষানীতির অন্যতম সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে পরিচিত আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা প্রবর্তনের সুপারিশ। বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে সরকারের উদাসীনতা লক্ষ করছি। পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষার ধারণাবিশিষ্ট ৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রমের মূল ধারনাপত্র ও বাস্তবায়ন কৌশল দেখে যেমন আশ্চর্য হয়েছি, তেমনি নতুন শিক্ষাক্রম প্রণেতাদের প্রণীত ৫ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাক্রম দেখে অবাক না হয়ে পারি না। আমাদের দেশে প্রায় ১০ বছরান্তে শিক্ষাক্রম প্রবর্তন বা পরিমার্জনের যে ধারা লক্ষ করে আসছি, তাতে এবারই যদি ৮ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাক্রম প্রণয়ন করা হতো, তবে নিঃসন্দেহে আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা প্রবর্তনের গুণগত ভিত্তি রচিত হতো। যদিও কেউ কেউ বলেন, আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হলে দ্রুতই এর পরিবর্তন করা সম্ভব হবে। তা হয়ত সম্ভব, কিন্তু প্রশ্ন হল আমাদের কি অপচয় করার মত অঢেল রাষ্ট্রীয় সম্পদ আছে যে এভাবে অপচয় করতে হবে? ৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম, প্রাথমিক শিক্ষাক্রম-২০১২-এর মত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহায়ক নির্দেশনার এই অভাব লক্ষ্য করা যায়। ভয় হয়- সরকার আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন থেকে আবার পেছনে হটছে না তো? অনেকেই আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা বর্তমান পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেন। এই বিবেচনায় যদি সরকার আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন থেকে আবার পেছনে হটতে উদ্বুদ্ধ হয়, তবে বলতে হবে জাতি হিসেবে আমরা কেবল ভাগ্যবিলম্বিতই নই; চরমমাত্রার অদূরদর্শী। কেননা ১৯৭৪ সালের বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট সুপারিশের প্রায় ৩৫ বছর আলোচনার পর আমরা বুঝতে পারছি যে তা বাস্তবায়নযোগ্য নয়! অচিরেই তাই আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারের অবস্থান পরিষ্কার করা দরকার।

ভাগ্যবিলম্বিত এই জাতির জীবনেও ক্ষণিকের সৌভাগ্য এসেছিল বেশ কয়েক বার। কখনো একুশের রক্তাক্ত দুপুরে, কখনো একাত্তরের নয় মাস। তাই আর কিছু পাই বা না পাই অন্তত একটা চাওয়া থেকেই যায়। ৩৯ বছর পর পাওয়া শিক্ষানীতিটিও যেন ক্ষণিকের পাওয়া শিক্ষানীতি হিসেবে হারিয়ে না যায়।

নাঈমুল হক: শিক্ষার্থী, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

জনপ্রিয় নিবন্ধ

প্রাথমিক স্তরে ভাষা শেখা : বিষয় – বাংলা

ভাষার দক্ষতা চারটি— শোনা, বলা, পড়া, লেখা। আর ভাষা...

আগে ইংরেজি গ্রামার শিখবো, নাকি ভাষা শিখবো?

কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার...

শিক্ষাব্যবস্থার হালচাল

অর্থনীতিবিদদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ রাষ্ট্রীয় বিনিয়োগ। অর্থনীতিবিদ এডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং মার্শালের মতে, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। শিক্ষার অর্থনীতি নিয়ে মৌলিক গবেষণায় অর্থনীতিবদ আর্থার শুল্জ ও রবার্ট সলো দেখিয়েছেন যে, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করলে সম্পদের সুফল ফেরত আসে ৩৫ শতাংশ, মাধ্যমিক শিক্ষায় ২০ শতাংশ, এবং উচ্চ শিক্ষায় ১১ শতাংশ।

আমেরিকায় উচ্চশিক্ষা : পিএইচডির পর কী?

আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে প্রচুর লেখালেখি হয়, আমি নিজেও এ-নিয়ে...

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা

ক্যাডেটসমূহ বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।...

আরও কিছু লেখা

অধিক

    শিক্ষক-শিক্ষা সহজলভ্যকরণ: উপায় ও সম্ভাবনা

    যুগের পর যুগ শিক্ষক-শিক্ষা এদেশে থেকেছে অবহেলিত ও প্রায় অদৃশ্য। সময় এসেছে পরিবর্তনের। সাম্প্রতিক সময়ে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট চালুকরণ দেশে শিক্ষার গুণগতমান উন্নয়নের ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী ভাবনার প্রতিফলন।

    প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের উপস্থিতি ১০০% করার টেকনিক: একজন শিক্ষকের অভিজ্ঞতা

    কামাল উদ্দিন লিখেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে এই টেকনিক প্রয়োগ...

    নেতৃত্ব ও শিক্ষা: প্রসঙ্গ বাংলাদেশ

    আমরা বারবারই বলি যে তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক জ্ঞান না থাকলে কখনোই সেই জ্ঞান কাজে লাগানো যায় না। লিডারশিপের ক্ষেত্রেও ঠিক এমনটা প্রযোজ্য। কেউ কখনও নেতৃত্ব বইপুস্তকের বিদ্যা অর্জন করে গড়ে তুলতে পারে না। নেতৃত্ব একটি চর্চার বিষয়।

    জেন্ডার বৈষম্য, শিক্ষা ও সমাজ

    জেন্ডার হলো সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে কোনো...

    নতুন শিক্ষাক্রম : জাপানের সাথে তুলনা কতোটুকু প্রাসঙ্গিক?

    বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থার নতুন শিক্ষাক্রমের আবশ্যিক বিষয় জীবন...

    সব শিক্ষার্থীর একসাথে পরীক্ষার ফল প্রকাশ: কতোটুকু নেতিবাচক?

    মোঃ শাকিব হাসান শুভ লিখেছেন পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে প্রাথমিক,...

    গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কেন?

    সমীর রঞ্জন নাথ লিখেছেন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে...

    শিক্ষক, শিক্ষকতা এবং শিক্ষক শিক্ষা

    শিক্ষক শিক্ষা বলতে আমরা ঠিক কী বুঝি? শিক্ষকদের জন্য...

    প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

    নতুন লেখার খবর পান ইমেইলে
    বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।