বাড়িশিক্ষা ও অভিজ্ঞতামাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: কেমন হতো যদি এমন শিক্ষাব্যবস্থা হতো?

মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: কেমন হতো যদি এমন শিক্ষাব্যবস্থা হতো?

শহিদ শাকিল লিখেছেন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে

বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর সবচেয়ে বড় ভক্ত বোধহয় আমি। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে উনি বেশ ভাবেন এটি স্পষ্ট। আগের যে কোন শিক্ষামন্ত্রী থেকে আমার মতে উনিই সেরা। আমি তাঁর সাথে দেখা করতে চাই,বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আমার নিজের কিছু চিন্তা ভাবনা আছে ,আমি সেগুলো তাঁর কাছে তুলে ধরতে চাই,তাই সুযোগ চাই। নিচে কিছু তুলে ধরা হল।

১) নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন আগামী প্রজন্মের শিক্ষাব্যবস্থায় দর্শনীয় পরিবর্তন বয়ে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। নোট ও মুখস্থনির্ভর অনর্থক পড়ালেখা ছেড়ে আধুনিক বিশ্বের সাথে আমাদের শিক্ষার্থীরা তাল মিলিয়ে চলবে, ভাবতেই ভালোলাগে। সমস্যার শেষ কিন্তু হয় নি তবুও। বাংলাদেশের ৯০ ভাগ শিক্ষকই এখনো পারেন নি এই আধুনিক সংস্করণের সাথে মানিয়ে নিতে,শিক্ষার্থীরা কীভাবে পারবে? তবে আস্তে আস্তে পারবেন সবাই। শিক্ষার্থী-শিক্ষকদেরকে অভ্যস্থ করার জন্য বানানো যেতে পারে ভিডিও টিউটোরিয়াল। কথা হচ্ছে এই বাড়তি এই খরচ যোগাবে কে?

বিটিভি যদি বিজ্ঞাপন থেকে আয় করতে পারে, তবে কেন শিক্ষার জন্য আমরা পারবো না স্পন্সর যোগাড় করতে? প্রতি ক্লাশের জন্য ভিডিও টিউটোরিয়াল বানাতে ২০০০ টাকা লাগলে ২০০০ ভিডিও টিউটোরিয়াল বানাতে লাগবে চল্লিশ লাখ টাকা, যা বছর বছর করলেও খুব বেশি টাকা লাগবে না। আর স্পন্সর তো আছেই। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন যে কোন চ্যানেল কয়েক লাখ লোক দেখে মাত্র, স্যাটেলাইটের এ যুগে বিদেশি চ্যানেল নিয়েই সবাই ব্যস্ত , তারপরও চ্যানেলগুলো চলছে বিজ্ঞাপনের জন্যেই।

বাংলাদেশে শিক্ষার্থী-শিক্ষকের সংখ্যা একদম কম নয়, প্রতি পরিবারেই দর্শক পাওয়া যাবে। তারাও আটা-ময়দা-সুজি খান, প্রসাধনী ব্যবহার করেন, লুঙ্গি পরেন। অনেকে বলতে পারেন, বিজ্ঞাপন দিয়ে শিক্ষা দিয়ে দিবেন? তাদের জন্য বলছি, ঢাকার রাস্তায় বিলবোর্ড থেকে টাকা কেন নেয়া হয়, রাস্তার সুন্দর স্থাপত্যে কেন স্পন্সর রাখা হয়? জাতির মেরুদণ্ড শিক্ষা ঢাকার রাস্তার চাকচিক্য থেকেও কি নগণ্য?

আর যদি এমন হয় যে, শিক্ষকরা ঘরে বসে ভিডিও টিউটোরিয়াল দেখলেন না। সেইটা বন্ধ করার জন্য পরীক্ষা চালু করা যেতে পারে। নবীণ শিক্ষকদের প্রবীণ হওয়ার শর্ত হতে পারে এসব পরীক্ষায় ভালো করা, করা যেতে পারে ভাতা, পুরস্কারের ব্যবস্থা।

শিক্ষার্থীরা যদি না দেখে, তাহলে কী হবে এই টিউটোরিয়াল বানিয়ে। আসলে মানসম্মত মজার টিউটোরিয়াল হলে কেন দেখবে না। তারা তো প্রাইভেট ঠিকই পড়ে। কিন্তু টিউটোরিয়াল থাকলে নিজে ঘরে বসেই পড়ে ফেলতে পারবে, স্কুলে তখন পরীক্ষা নেয়া যাবে প্রচুর, থাকবে প্রশ্ন-উত্তর সেশন, আর ক্লাশ তো আছেই। ডিভিডি বানিয়ে নামমাত্র মূল্যে ১০-১২ টাকায় সব টিউটোরিয়াল প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌছে দেয়া যাবে।

সমস্যা হচ্ছে, এসব ভিডিও টিউটোরিয়াল সবাই কীভাবে দেখবে? সবার তো আর কম্পিউটার অথবা ডিভিডি প্লেয়ার নেই। তবে প্রায় সবার ঘরেই টিভি আছে। একটি ডিভিডি প্লেয়ার কিনতে খুব বেশি টাকা লাগবে না, ১০০০ টাকায় পাওয়া যায়। আর যাদের সেই সামর্থ্যও নেই, আলাদা কোনো ফ্রিকোয়েন্সিতে সরকারি ভর্তুকিতে টিভিতে তাদের জন্য ভিডিওগুলো সারাদেশে সম্প্রচার করতে পারে নির্দিষ্ট রুটিনমাফিক। প্রশ্ন-উত্তর সেশন অনেকাংশে পূরণ করা যেতে পারে রেডিওতে; এসএমএস ফ্রি করা যেতে পারে। প্রত্যন্ত অঞ্চলেও তাহলে পৌঁছে দেয়া যাবে ভালোমানের শিক্ষা। আর সম্পৃক্ত করা যেতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। উচ্চাভিলাষী চিন্তা, কিন্তু অসম্ভব তো নয়, প্রয়োজন সদিচ্ছার। আমার টাকা থাকলে আমি নিজেই একটি টেলিভিশন চ্যানেল চালু করতাম।

টিউটোরিয়াল বানাবেন কারা? এজন্য পরীক্ষা নেয়া হবে সারাদেশে, তারপর সেরা পরীক্ষার্থীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেয়া হবে। তারা মাসব্যাপী টিউটোরিয়াল বানাবেন। এসব টিউটোরিয়াল বানানোর জন্য লাগবে মাত্র ১৫-২০টা কম্পিউটার, আর টাচ মাউসপ্যাড। প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য বানিয়ে দেখা যেতে পারে, পরে সাড়া পেলে ব্যাপকভিত্তিতে আগানো যেতে পারে। আমার বিশ্বাস বিপ্লব হবেই আমাদের শিক্ষাব্যবস্থায়, শুধু দু’দিন আগে নয়তো পরে।

২) কলেজের ভর্তি বাণিজ্য বন্ধ করার জন্য মোবাইল কোর্ট চালু করা যেতে পারে। কোথাও অতিরিক্ত ফি নিলে এসএমএস-এর মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে সাথে সাথে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। এখনো অনেক কলেজে অতিরিক্ত গলাকাটা ফি নিচ্ছে।

৩) মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক এর বই কী কী হবে তা পুনঃনির্ধারণ করা যেতে পারে মুক্ত আলোচনার ভিত্তিতে। যেমন, নবম দশম শ্রেণীতে ধর্ম বাদ দিয়ে কম্পিউটার চালু করা যেতে পারে। আর নবম-দশম শ্রেণীর ধর্ম সিলেবাস নিচের ক্লাসে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কুরআন-শরীফ অনেকেই অল্প বয়সেই মুখস্থ করে,ছোট বয়সে বড় বয়সের ধর্ম কেন শেখা যাবে না? আমার এক বৌদ্ধ ছাত্রীকে হিন্দু ধর্ম পরীক্ষা দিতে হয়েছে বোর্ডে,শুধু তার স্কুলে বৌদ্ধ ধর্মের শিক্ষক না থাকার কারণে। তাছাড়া আমি বিশ্বাস করি ধর্ম পারিবারিকভাবেই চর্চা করা শিখতে হয়,নইলে তার সূদুরপ্রসারী প্রভাব জীবনে থাকে না। বিজ্ঞানবিভাগে সামাজিক বিজ্ঞান বন্ধ করে সাধারণ জ্ঞান চালু করা যেতে পারে,রাখা যেতে পারে ১০০% ব্যবহারিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে মূল্যায়ন। ইংরেজিতে ব্যবহারিক হিসেবে রাখা যেতে পারে ‘পার্লামেন্টারি ইংলিশ ডিবেট’। ফলে একঘেয়েমি কিছুটা দূর হবে চিরাচরিত শিক্ষাব্যবস্থা থেকে।

বিশ্ববিদ্যালয়ে কোর্স চালু করা যেতে পারে ‘হেল্প দ্যা নেশন’, এতে একটি সার্টিফিকেটও দেয়া যেতে পারে। এ কোর্সের কাজ হবে দেশের কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা। আমি একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র হওয়া সত্ত্বেও আমাকে সমাজ, রসায়ন পড়তে হয়। তার চেয়ে হাজারগুণ ভালো দেশের জন্য কিছু করে সমাজ গঠনে গুরুত্ত্বপূর্ণ অবদান রাখা, ছোট বাচ্চাদের রসায়ন শেখানো। এক্ষেত্রে যা করা যেতে পারে- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী স্কুল-কলেজে ক্লাশ নিবে গণিত অলিম্পিয়াডের জন্য, প্রোগ্রামিং শিখাবে, বিজ্ঞান ক্লাবের মেন্টর হবে, রেডিওতে প্রশ্নের উত্তর দিবে, উপস্থাপনা করবে। আর সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেশের জন্য এরকম অনেক কিছু এমনিতেই করে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণীতে ‘মজার মজার গণিত’ নামক কোনো বিষয় চালু করা যেতে পারে,শিক্ষার্থীদের গণিতে ভালোবাসা সৃষ্টির সুযোগ করে দিতে হবে।

আমার আরো অনেক চিন্তাভাবনা আছে, কিন্তু সব বলা তো আর সম্ভব নয়। তবে জানি না আমার এ দীর্ঘ খোলা চিঠি শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রীর কাছে পৌছবে কি-না, অপেক্ষায় থাকলাম তিনি কবে আমাকে দেখা করার সুযোগ দেন।

বাংলাদেশের অনেক মানুষ দুর্নীতি করে নিজের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য,সরকার যদি এই কাজগুলো নিশ্চিত করে,তবে অনেক দুর্নীতি কমবে। এরপর আছে বাসাভাড়ার লাগাম টেনে ধরা। কয়েকটি ছোট মহৎ পদক্ষেপ, অনেক ভুল, কষ্ট, অন্যায়কে মুছে দিয়ে বড় হয়ে উঠতে পারে।

সবশেষে এতটুকুই বলতেই চাই, নেপোলিয়ান বলেছিলেন, ‘আমাকে তোমরা ভালো মা দাও ,আমি তোমাদের ভালো জাতি উপহার দিব।’ আমি বলি, ‘আমাকে তোমরা ভালো সন্তান দাও, তারাই ভালো জাতি উপহার দিবে, আমাকে কিছু দিতে হবে না।’

শহিদ শাকিল: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, তৃতীয় বর্ষের ছাত্র, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

মুখস্থবিদ্যা কতোটুকু গুরুত্বপূর্ণ?

নতুন শিক্ষাক্রমের প্রবর্তকেরা এবং তার সমর্থকরা এর পক্ষে যুক্তি হিসেবে সবার আগে মুখস্থবিদ্যার ওপর...

নতুন শিক্ষাক্রম : জাপানের সাথে তুলনা কতোটুকু প্রাসঙ্গিক?

বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থার নতুন শিক্ষাক্রমের আবশ্যিক বিষয় জীবন ও জীবিকার ষষ্ঠ ও সপ্তম...

কেন ক্লাস করতে চায় না শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা কেন ক্লাস করতে চায় না এই প্রশ্নটি নতুন নয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি...

শিক্ষকের মান ও গুণগত শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস ২০২৩-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে, "কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ...

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রসঙ্গে কিছু কথা

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনো প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষাঙ্গনে প্রবেশ করা। কারো বিশ্ববিদ্যালয়ে, কারো...

বাংলাদেশে শিক্ষকতা ও শিক্ষক-প্রশিক্ষণ

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সহজভাবে কিছু লেখার কাজটা বেশ কঠিন। এ-কাজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এই...

জেন্ডার বৈষম্য, শিক্ষা ও সমাজ

জেন্ডার হলো সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে কোনো একটি সমাজের নারী-পুরুষের প্রত্যাশিত আচরণ।...

আমাদের উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোর ব্যর্থতা

সিরাজুল হোসেন লিখেছেন আমাদের উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা প্রসঙ্গে কনজেনিটাল সিফিলিস ১৯৪৯ সালে ভারত-পাকিস্তান দেশ ভাগ...