বাড়িপ্রাথমিক শিক্ষাপ্রাথমিক স্তরে শিক্ষার্থীদের উপস্থিতি ১০০% করার টেকনিক: একজন শিক্ষকের অভিজ্ঞতা

প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের উপস্থিতি ১০০% করার টেকনিক: একজন শিক্ষকের অভিজ্ঞতা

কামাল উদ্দিন লিখেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে

এই টেকনিক প্রয়োগ করে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ১০০% করেছি। আপনারা ও প্রয়োগ করতে পারেন। টেকনিকটি নিচে দেওয়া হলো—

১। বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার পাড়াগুলোর তালিকা করুন।

২। প্রতিটি শ্রেণিতে কোন পাড়ায় কতজন শিক্ষার্থী আছে তার একটি তালিকা করুন।

৩। একেক পাড়ার শিক্ষার্থীদের সংখ্যা একেক রকম। সেক্ষেত্রে পাশাপাশি অবস্থিত একাধিক পাড়ার শিক্ষার্থীদের একটি দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

৪। ক্যাচমেন্ট এলাকার বাইরের শিক্ষার্থীদেরকে, যে পাড়ার শিক্ষার্থী সংখ্যা কম আছে সে রকম একটি পাড়ার দলের সাথে সংযুক্ত করা যেতে পারে।

৫। প্রতি দলে পাড়ার তিন প্রান্ত থেকে তিন জন শিক্ষার্থী বাছাই করুন। বাছাইকৃত তিন জন শিক্ষার্থীদের মধ্য থেকে এক জন দলনেতা নির্বাচন করুন। অপর দুই জন সহকারি দলনেতা।

৬। নির্বাচিত এই তিন জন শিক্ষার্থী প্রতিদিন তাদের পাড়ার তাদের ক্লাসের শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসবে। ধরা যাক, তাদের পাড়ায় তাদের ক্লাসে ১২ জন শিক্ষার্থী আছে। একেক জনের দায়িত্বে চার জন শিক্ষার্থী।

৭। নিয়মিত বিদ্যালয়ে আসে এমন শিক্ষার্থীদের দলনেতা নির্বাচন করতে হবে।

এই টেকনিকের সুবিধাসমূহ:

১। উপস্থিতি ১০০% হবে।

২। শ্রেণি শিক্ষককে হাজিরা ডাকতে হয় না ।

৩। সময় বাঁচানো করা যায়: কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে সে পাড়ার দলনেতা দাঁড়িয়ে শ্রেণি শিক্ষককে অনুপস্থিতির কারণ ব্যাখা করবে। শ্রেণি শিক্ষক অনুপস্থিত ওই ছাত্রকে মার্কিং করে অবশিষ্ট শিক্ষার্থীদের উপস্থিতি দিয়ে হাজিরা ডাকার জন্য বরাদ্ধকৃত সময় থেকে সময় বাঁচানো যায়। শিক্ষার্থীদের উপস্থিতির তদারকির কাজ শ্রেণি শিক্ষক আগে একা করতেন। এ টেকনিক প্রয়োগ করলে তাঁকে দলনেতাগণ সহযোগিতা করে বলে তাঁর অনেক সময় ও ঝামেলা বাঁচে।

৪। শিক্ষার্থীদের নেতৃত্বের মানসিকতা গড়ে উঠে।

৫। দলনেতারা অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়ি গমনের কারণে অভিভাবকদের শিক্ষা ও বিদ্যালয়ের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়।

৬। ঝরে পড়ার হার হ্রাস ও শিক্ষার্থীদের মানোন্নয়ন:  ঝরে পড়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে পারলে শিক্ষার্থীদের মানোন্নয়ন হয় ও ঝরে পড়ার হার হ্রাস পায়।

কামাল উদ্দিন: প্রধান শিক্ষক, রুমকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উখিয়া কক্সবাজার।

লেখক পরিচিতি

সম্পাদক বাংলাদেশের শিক্ষা

এই লেখাটি সম্পাদক কর্তৃক প্রকাশিত। মূল লেখার পরিচিত লেখার নিচে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

মহান শিক্ষা দিবস: কতোটা গুরুত্ব পাচ্ছে দেশে?

মহান শিক্ষা দিবস পালিত হয় ১৭ সেপ্টেম্বরে। শরীফ কমিশন শিক্ষানীতির বিরুদ্ধে এদেশের সচেতন ছাত্রসমাজ...

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ এবং বর্তমান অবস্থা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১-এর শ্লোগান বা প্রতিপাদ্য হচ্ছে: Literacy for a human-centred recovery:...

কোভিড-১৯ পরিস্থিতি : বাংলাদেশের শিক্ষার আদ্যোপান্ত ও কিছু প্রস্তাব

সৌভাগ্যবশত আমাদের সন্তানদ্বয়ের একজন প্রাথমিক এবং অন্যজন মাধ্যমিকের শিক্ষার্থী। আমার স্ত্রী ও আমি দু’জনেই...

আপনার প্রত্যাশার চাপ কী ক্ষতি করছে আপনার সন্তানকে?

আমরা কি জা‌নি, পৃ‌থিবীর প্রায় কো‌নো বিখ্যাত মানুষই তাঁদের মা-বাবার প্রত্যা‌শিত উপায়ে বড় হননি?...

নকলের নানা রূপ

মুহাম্মদ ইমরান খান লিখেছেন নকলের নানা রূপ নিয়ে নকল করা যে ঘৃণার্হ এটি সবাই জানে।...

স্বামী বিবেকানন্দের শিক্ষাচিন্তা

স্বামী বিবেকানন্দের পরিচয় আমাদের কাছে নানাভাবে, নানামাত্রায়। সাধারণভাবে তাঁকে চিনি একজন বীর সন্ন্যাসী স্বামী...

আহমদ ছফার রচনাতে শিক্ষা প্রসঙ্গ

সামিও শীশ লিখেছেন আহমদ ছফার শিক্ষাভাবনা নিয়ে আহমদ ছফার ‘গাভী বিত্তান্ত’ উপন্যাসের চরিত্র ও কাহিনী...

প্রাথমিকে প্যানেল শিক্ষক নিয়োগ: উত্তীর্ণদের কী হবে?

প্রাথমিক শিক্ষার ভিত্তি দুর্বল হলে শিক্ষার পরবর্তী ধাপগুলো শক্তভাবে দাঁড়াতে পারে না। তার প্রমাণ...